Advertisement

২৪ ঘণ্টার মধ্যে ফের বোমাবাজি জগদ্দলে, ঘটনায় অর্জুন দুষলেন তৃণমূলকে

আগের ঘটনার রেশ কাটেনি। এর মধ্যে ফের বোমাবাজি উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল (Jagaddal)-এ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) ঘটনায় তৃণমূল (TMC)-কে দায়ী করেছেন।

ঘটনাস্থলে বিজেপি সাংসদ অর্জুন সিং। ছবি: দীপক দেবনাথ
দীপক দেবনাথ
  • জগদ্দল,
  • 07 Feb 2021,
  • अपडेटेड 7:51 AM IST
  • আগের ঘটনার রেশ কাটেনি
  • এর মধ্যে ফের বোমাবাজি উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে
  • স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং ঘটনায় তৃণমূলকে দায়ী করেছেন

আগের ঘটনার রেশ কাটেনি। এর মধ্যে ফের বোমাবাজি উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল (Jagaddal)-এ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) ঘটনায় তৃণমূল (TMC)-কে দায়ী করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে ফের বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছাড়াল। শনিবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাটপাড়ার বাড়ির কাছে আটচালা বাগান এলাকাতে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। একদিন আগেই শুক্রবার রাতেও ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে।

২৪ ঘন্টার মধ্যেই ফের বোমাবাজির ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্টই আতঙ্কিত হয়ে একপ্রকার গৃহবন্দি হয়ে রয়েছেন। এই ঘটনায় কারা যুক্ত তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঘটনার কারণ খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যেই বোমাবাজি ঘটনারই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

এই বোমাবাজির ঘটনায় পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অর্জুন সিং। এদিন রাতে তিনি অভিযোগ করেন, আমাদের (বিজেপির) ছেলেগুলোকে ফাঁসানোর জন্য জগদ্দল থানার ওসি এসব করাচ্ছেন। উনি রোজ এই কাজ করে। নির্বাচন কমিশন আসুক, ওঁর নামে আমরা অভিযোগ জানাচ্ছি।" অর্জুন আরও বলেন, "পুলিশ এখন শাসকদলের কথায় চলছে। কিন্তু শাসকদল কতদিন আর থাকবে?"

এদিকে, জগদ্দলের নয়া বাজার এলাকায় ফের বোমাবাজি। উড়ে গেল সেখানকার এক ব্যবসায়ীর গুদাম ঘরের চাল। আর এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল নয়াবাজারে ঘটনা। সেখানকার এক ব্যবসায়ীর দোকানে দুষ্কৃতীরা একটি বোমা ছোড়ে। বোমা ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে অমিত কুমার গুপ্ত নামে ওই ব্যবসায়ীর গোডাউনের টালির চাল। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এই জগদ্দল নয়াবাজারে বোমাবাজি করে দুষ্কৃতীরা।

Advertisement

ফলে ক্রেতারাও আতঙ্কে। বাজারে না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এই ঘটনায় কারা যুক্ত বা কি উদ্দেশ্যে এই বোমাবাজি করছে দুষ্কৃতীরা তা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না কেউই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করলেও একটি ঘটনারও কিনারা পারেনি। 

এই জেলায় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আর এর জেরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে এই ঘটনা বন্ধ করার দরকার। বার বার বলা হলেও কোনও কাজ হচ্ছে না। এমন ঘটনা হবে না বলে পুলিশ-প্রশাসন আশ্বাস দিয়েছে। তবে তাতেও মানুষের মন থেকে ভয় কাটেনি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement