Advertisement

ভোট-বাংলায় প্রাণ সংশয়! ৯৩ জন BJP নেতার VIP নিরাপত্তা

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। আট দফার নির্বাচনে বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। তার আগে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য। আইবির রিপোর্টের ভিত্তিতে বাংলায় ৯৩ জন ভিআইপিকে এখনও পর্যন্ত সুরক্ষা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরমধ্যে গত এক মাসে ৬০ নেতাকে দেওয়া হয়েছে সুরক্ষা। যেভাবে ভোট মরশুমে রাজ্যের হিংসার ঘটনা ঘটে চলেছে তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজ্যের ৯৩ জন BJP নেতাকে VIP সুরক্ষা কেন্দ্রেররাজ্যের ৯৩ জন BJP নেতাকে VIP সুরক্ষা কেন্দ্রের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Mar 2021,
  • अपडेटेड 8:39 AM IST
  • ভোটের মরশুমে প্রাণ সংশয় বিজেপি নেতাদের
  • আইবি রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
  • রাজ্যের ৯৩ জন BJP নেতাকে VIP সুরক্ষা কেন্দ্রের


রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। আট দফার নির্বাচনে বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। তার আগে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য। আইবির রিপোর্টের ভিত্তিতে বাংলায় ৯৩ জন ভিআইপিকে এখনও পর্যন্ত সুরক্ষা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরমধ্যে গত এক মাসে ৬০ নেতাকে দেওয়া হয়েছে সুরক্ষা। যেভাবে ভোট মরশুমে রাজ্যের হিংসার ঘটনা ঘটে চলেছে তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

গৃহমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে...
রাজ্যে ৯৩ জন বিজেপি নেতার প্রাণ সংশয় রয়েছে। সেই কারণে তাঁদের ভিআইপি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র থেকে জানা গিয়েছে আইবির রিপোর্টের ভিত্তিতেই ৯৩ জনের বেশি নেতাকে এই সুরক্ষা দেওয়া হচ্ছে। যার মধ্যে গত মাসেই বাংলার ৬০ নেতাকে ভিআইপি সুরক্ষা দেওয়া হয়েছে।  এরা সকলেই  X এবং Y ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন। যাঁদের মধ্যে ৮০ জনকে  CISF সুরক্ষা দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার ১৩ জন ভিআইপি পেয়েছেন CRPF-এর সুরক্ষা।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দারা একটি সমীক্ষা রিপোর্ট জমা করেন। যেখানে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রাণ সংশয়ের আশঙ্কা করা হয়েছে। তার পরেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে অমিত শাহের নেতৃত্বাধীন  স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই ৯৩ জন বিজেপি নেতাকে ভিআইপি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন

হরিচাঁদ স্মরণে মোদী, বঙ্গভোটে লাভের গুড় কতটা BJP-র ঘরে?

আজতকের কাছে যে রিপোর্ট এসেছে, তাতে দেখা যাচ্ছে ভোটের সময় হামলার আশঙ্কা থাকলেও অনেক বিজেপি নেতাই কেন্দ্রীয় সুরক্ষা নিতে চাইছেন না। সূত্রের খবর, বাংলায় এমন চার বিজেপি নেতা রয়েছেন যারা ভিআইপি সুরক্ষা নিতে রাজি নন। এই নেতারা হলেন দেবব্রত মহাপাত্র, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কার্তিক পাল এবং দুলাল মণ্ডল।

কোন সুরক্ষায় কত জওয়ান?
রাজ্যের নেতাদের সুরক্ষা IB রিপোর্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। ভিআইপি নেতাদের সুরক্ষায়  NSG, CRPF, CISF এবং  ITBP জওয়ানদের নিয়োজিত করা হয়েছে। 

হরিচাঁদ স্মরণে মোদী, বঙ্গভোটে লাভের গুড় কতটা BJP-র ঘরে?
 
Z প্লাস ক্যাটাগরির সুরক্ষা
নিশ্ছিদ্র এই নিরাপত্তা ব্যবস্থাকে মূলত ৬ ভাগে ভাগ করা যায়। ‘এক্স’, ‘ওয়াই’, ‘ওয়াই প্লাস’, ‘জেড’, ‘জেড প্লাস’ এবং ‘এসপিজি’ বা ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’।যাঁর জীবন যতটা ঝুঁকিপূর্ণ, তাঁর জন্য তত নিবিড় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এর মধ্যে  জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা সবচেয়ে নিশ্চিদ্র হয়ে থাকে। এতে মোট ৫৮ জন কমান্ডো নিয়োজিত থাকেন। 

Z ক্যাটাগরির সুরক্ষা
জেড-ক্লাস সিকিউরিটিতে মোট ৩৩ জন সিকিউরিটি গার্ড মোতায়েন থাকেন ।

Advertisement

Y plus ক্যাটাগরির সুরক্ষা
এই ধরণের সুরক্ষায় সশস্ত্র পুলিশের ১১ জন  কমান্ডো মোতায়েন করা হয়েছে, যেখানে ভিআইপিদের সুরক্ষার জন্য তাদের বাড়ির আশেপাশে ৫ জন পুলিশ কর্মী নিয়োজিত থাকেন। এই পর্যায়ে ১ সিআরপিএফ জওয়ান, ৪ কনস্টেবল দায়িত্বে থাকেন। জেড ক্যাটেগরিতে নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পান ৪-৫ জন এনএসজি কম্যান্ডো। অন্যান্য সব মিলিয়ে বাড়ি পাহারা দেয় প্রায় ২২ জন। 

Y ক্যাাটগরির সুরক্ষ
এই সুরক্ষা বিপদ যাদের কম তাঁদের দেওয়া হয়। এতে মোট 8 জন নিরাপত্তা কর্মী নিয়েোজিত  থাকেন।  

X ক্য়াটাগরির সুরক্ষা
এই বিভাগে ৩  জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন ।  দেশের অনেক লোকের এক্স ক্লাস সিকিউরিটি রয়েছে। এই সুরক্ষায় কোনও কমান্ডো থাকেন না।  

 

Read more!
Advertisement
Advertisement