Advertisement

“এক মুঠো চাল” চাইবেন নাড্ডা, বঙ্গে নতুন প্রচার কৌশল বিজেপির

২০২১ সালের বিধানসভা এখন পাখির চোখ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। দলীয় সংগঠনে রদবদল থেকে কেন্দ্রীয় নেতাদের বারবার বঙ্গ সফরে আসা বলে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে কতটা মরিয়া তারা। প্রায় প্রতিদিনই বিজেপির ছোট-বড় নেতাদের বাংলার বিভিন্ন প্রান্তে জনসভা চলছে। গত কয়েকমাস ধরে রাজ্যে যেভাবে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে তা আগে কোনওদিন চোখে পড়েনি বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহেই ডিসেম্বরের পর আগামী ৯ জানুয়ারি ফের একবার বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোনা যাচ্ছে এবার নাকি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করবেন বিজেপি সভাপতি। শুনতে অবাক লাগলেও এটাই বঙ্গ জয়ে গেরুয়া শিবিরের নতুন প্রচার কৌশল হতে চলেছে।

JP Nadda
মনোজ্ঞা লইয়াল
  • কলকাতা,
  • 07 Jan 2021,
  • अपडेटेड 7:49 PM IST
  • ডিসেম্বরের পর জানুয়ারিতে বাংলায় জেপি নাড্ডা
  • এবার বাংলার ধানের গোলায় সফরে বিজেপি সভাপতি
  • এরাজ্যের কৃষক পরিবারগুলিকে পাশে পেতে নয়া উদ্য়োগ

২০২১ সালের বিধানসভা এখন পাখির চোখ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। দলীয় সংগঠনে রদবদল থেকে কেন্দ্রীয় নেতাদের বারবার বঙ্গ সফরে আসা বলে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে কতটা মরিয়া তারা। প্রায় প্রতিদিনই বিজেপির ছোট-বড় নেতাদের বাংলার বিভিন্ন প্রান্তে জনসভা চলছে। গত কয়েকমাস ধরে রাজ্যে যেভাবে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে তা আগে কোনওদিন চোখে পড়েনি বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহেই ডিসেম্বরের পর আগামী ৯ জানুয়ারি ফের একবার বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোনা যাচ্ছে এবার নাকি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করবেন বিজেপি সভাপতি। শুনতে অবাক লাগলেও এটাই বঙ্গ জয়ে গেরুয়া শিবিরের নতুন প্রচার কৌশল হতে চলেছে। 

দুপুরে তোপ ধনখড়ের! বিকেলে হঠাৎ রাজভবনে হাজির মমতা

এবারের বঙ্গ সফরে এসে পূর্ব বর্ধমানের কাটোয়ায় যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানেই এক গ্রামের পাঁচ কৃষক পরিবারের থেকে হাত পেতে চাল-ডাল নেওয়ার পাশাপাশি সব্জিও নিয়ে নিজের ঝোলায় ভরবেন। নাড্ডার আসন্ন সফর নিয়ে এমনটাই জানিয়েছেন দলের এরাজ্যের পর্যবেক্ষক অরবিন্দ মেনন। মেনন জানান,  ‘৯ জানুয়ারি কাটোয়ার জগদানন্দপুরে কৃষক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জেপি নড্ডা। কৃষক সুরক্ষা অভিযানে অংশগ্রহণ করে ৫টি পরিবার থেকে ১ মুঠো করে ধান সংগ্রহ করবেন তিনি।’ 

জেপি নাড্ডা

এতদিন এরাজ্যে সফরে এসে আদিবাসী পরিবারগুলিতে মধ্যাহ্ন ভোজ সারতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এভাবে জনসংযোগ বাড়ানোই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। এবার ‘বাড়ি বাড়ি মুষ্টি’ নামে নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে গেরুয়া শিবির। তার অঙ্গ হিসাবেই দলের সর্বভারতীয় সভাপতির এই  ভিক্ষাগ্রহণ। রাজ্য বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে কাটোয়ার দাঁইহাটে জগদানন্দপুর গ্রামের পাঁচ কৃষক পরিবারে যাবেন নড্ডা। সেখান থেকে ভিক্ষাসংগ্রহের পরে এক কৃষক বাড়িতেই দুপুরের মধ্যাহ্নভোজ সারবেন তিনি। দাঁইহাটে একটি সামবেশ করার কথাও রয়েছে নাড্ডার। এরাজ্যের ৭৩ লক্ষ কৃষক পরিবারকে পাশে পেতে ভারতীয় জনতা পার্টির নতুন এই কর্মসূচি বলে জানা যাচ্ছে। 

Advertisement

পছন্দ হয়নি রিপোর্ট! সাংবাদিককে সপাটে চড় TMC বিধায়কের

প্রধানমন্ত্রী কিষাণ যোজনা থেকে রাজ্যের কৃষকরা যে বঞ্চিত তা নিয়ে বারবার অনুযোগ করতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই একই ইস্যুতে গেরুয়া শিবিরের ছোট-বড় নেতাও প্রায় প্রতিদিন মমতা সরকারকে নিশানা করছেন। এবার এক মুঠো চাল দিয়ে  কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে যেতে চাইছে গেরুয়া শিবির। তাই নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে যখন উত্তাল কৃষকরা সেই সময় বাংলার কৃষকদের মন জয় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। বাংলায় সবচেয়ে বেশি ধান চাষ হয় বর্ধমানে। তাই বঙ্গের ধানের গোলা থেকেই এবার ময়দানে নামছেন নাড্ডা। জানা যাচ্ছে বিজেপি সভাপতির দেখানো পথেই আগামী দিনে দলের অন্যান্য নেতা-কর্মী এই কর্মসূচি চালিয়ে যাবেন। সংগ্রহ করা চাল-সব্জি দিয়ে পরে বিজেপির উদ্যোগে আয়োজন করা হবে পিকনিক, যেখানে গ্রামবাসীরা সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করবেন। বাংলায় এখনও ব্লক স্তরে তেমন জনভিত্তি নেই গেরুয়া শিবিরের, সেকথা ভালই জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই কর্মসূচির মাধ্যমে গ্রামস্তরে  নিজেদের জনভিত্তিকে আরও শক্তিশালী করার তাই লক্ষ্য নিলেন শাহ-নাড্ডারা।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement