Advertisement

Madan Mitra : 'রাম মুসলমান', মদন মিত্রের বিতর্কিত মন্তব্যে BJP বলল,'হিন্দুদের অপমান'

তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসার পর রাজনৈতিক তরজা তুঙ্গে। ভগবান রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। অভিযোগ বিজেপির।

মদন মিত্র মদন মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 9:48 PM IST
  • তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসার পর রাজনৈতিক তরজা তুঙ্গে
  • ভগবান রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেন কামারহাটির বিধায়ক
  • অভিযোগ বিজেপির

তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসার পর রাজনৈতিক তরজা তুঙ্গে। ভগবান রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। অভিযোগ বিজেপির। পদ্ম শিবিরের আরও অভিযোগ, এমন মন্তব্য করে হিন্দু ধর্মকে অপমান করেছেন তিনি।

সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হিন্দু ধর্মের শ্লোক দিয়ে বক্তব্য রাখতে শুরু করছেন মদন। তারপর তিনি বলছেন, 'কিন্তু ওরা বলছে, হিন্দু ধর্ম করতে গেলে নাকি বলতে হবে, দেখো ও দিওয়ানো ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো...'। এই গানটিরও দুই কলি গেয়ে শোনান। তারপর বলেন, 'BJP এলেই এই গানটি শুনিয়ে দেবেন।' তিনি এও জানান, তাঁর এই কথাগুলো বলার উদ্দেশ্য, ধর্ম নয় বরং বিজেপি নেতাদের হিন্দু ধর্ম নিয়ে বোধগম্যতা। 

ঠিক কী বলেন মদন? 

আরও পড়ুন

বিজেপির অভিযোগ, মদন মিত্র সেই ভিডিওতে বলেন, 'আমি একবার দিল্লিতে ওদের সবথেকে বড় নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি বলছি রাম মুসলমান ছিলেন। আমি মদন মিত্র বলছি। কী করবেন? আপনি প্রমাণ করুন, রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল কী ছিল? তখন উনি বলেন কেন রাম, লক্ষ্মণ, দশরথ। আমি তখন বলি, ঠিক করে বলুন। ওভাবে হল নাকি? এসব বললে হবে না তো। রাম হিন্দু ছিল, আমি বলছি, আমি মদন মিত্র। গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিন। কী করবে বিজেপি? মারবে? গীতা বলছে যা হওয়ার হবে। তোমার যা লেখা আছে, তা হবে। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি এখন না মারলে কর্ণকে মারতে পারবে না। আমি বলছি রাম মুসলমান ছিলেন। হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, তখন এ যায়, ও যায়, এই পাগলাটা দৌড়য়, শিশিরবাবুর বেটাটা দৌড়য়, এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল, রামের পদবী কী? তখন কাঠিয়া বাবার মতো বড় একটা পাগড়ি পরা, মাফ করবেন, আমি কাঠিয়া বাবাদের অপমান করিনি। মুখ থেকে বেরিয়ে গেছে। তার একদিকটা মোদী, একদিকটা অমিত শাহ বলল, রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল ছিল রাম জেঠমালানি। ও লাভলি। রামের টাইটেল ছিল রাম জেঠমালানি? এটা কোনও হিন্দু বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে এখানে? এটা বিশ্বাস করে আপনারা ধেই ধেই করে পুজো দিতে যাবেন?' 

Advertisement
 

মদন মিত্রের এই ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, 'তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র প্রভু শ্রীরামকে নিয়ে যে মন্তব্য করছেন তা নিন্দনীয়। তিনি বলেছেন ভগবান শ্রীরাম মুসলিম ছিলেন। এটা  হিন্দু ধর্মের প্রতি ইচ্ছাকৃত অবমাননা। তৃণমূল কংগ্রেস এইভাবেই অধঃপতিত হয়েছে। তাদের তরফে প্রতিদিন হিন্দুদের বিশ্বাসে আঘাত করা হচ্ছে। এটা ১৪০ কোটি দেশের মানুষ ও হিন্দুদের প্রতি আপমান। এখান থেকেই প্রমাণিত মমতা বন্দ্য়োপাধ্যায় হিন্দু বিরোধী।'  

Read more!
Advertisement
Advertisement