Advertisement

Humayun Kabir Janata Unnayan Dal: হুমায়ুনের পার্টিতে কত 'হুমায়ুন'? দুই আসনে নিজেই লড়ছেন, বাকিরাও হুমায়ুন

আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মানচিত্রে যুক্ত হল আরও একটি দল। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর সোমবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন। সেইসঙ্গে হুমায়ুন নিজেই জানিয়েছেন ৪ জন হুমায়ুন কবীরকে আসন্ন নির্বাচনে ভোটের ময়দানে নামান হবে।

হুমায়ুন কবীরহুমায়ুন কবীর
Aajtak Bangla
  • বেলডাঙা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 2:02 PM IST

আগামী  বিধানসভা নির্বাচনের আগে বাংলার  রাজনৈতিক মানচিত্রে যুক্ত হল আরও একটি দল। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর  সোমবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন।  সেইসঙ্গে হুমায়ুন নিজেই জানিয়েছেন  ৪ জন হুমায়ুন কবীরকে আসন্ন নির্বাচনে ভোটের ময়দানে নামান হবে।

৪ জন হুমায়ুন কবীর প্রার্থী
প্রথম দিনেই ৭৫ জনের স্টেট কমিটি ঘোষণা করলেন হুমায়ুন কবীর। তবে সবথেকে বড় ঘোষণা  প্রার্থী নিয়ে। এদিনই বিধানসভা ভোটের জন্য চার জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন হুমায়ুন। তবে আরও বড় চমক হল একাধিক হুমায়ুন কবীরকে তিনি একাধিক কেন্দ্রে প্রার্থী করবেন। রেজিনগন, বেলডাঙা, ভগবানগোলা, রানিনগর- এই ৪টি কেন্দ্রেই প্রার্থীদের নাম তাঁর নামের সঙ্গে মিলিয়ে হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ক নিজেই জানিয়েছেন, রেজিনগর ও বেলডাঙায় লড়বেন তিনি। ড. হুমায়ুন কবীর নামে দলের আরেক নেতা প্রার্থী হবেন রানিনগর কেন্দ্রে। ভগবানগোলা বিধানসভায় প্রার্থী হবেন এক ব্যবসায়ী, তাঁর নামও হুমায়ুন কবীর। ৪ কেন্দ্রে প্রার্থী ৩ হুমায়ুন কবীর। রামপুরহাট থেকে আরও এক হুমায়ুন কবীর ভোটে লড়তে পারেন। এককথায়  হুমায়ুনের ছড়াছড়ি দলে। 

নতুন দল প্রসঙ্গে হুমায়ুন কবীর জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রয়োজনে রাজ্যের ২৯৪টি আসনেই লড়াই করবে তাঁর দল। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফের নিশানা করেন। হুমায়ুন কবীরের কথায়, 'আগের মমতা আর এখনকার মমতার মধ্যে অনেক ফারাক।' 

হুমায়ুন কবীরের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি বা JUP। জনতার পার্টি তৈরি করার কথা একাধিকবার বলেছেন হুমায়ুন। সেই পথেই তিনি হাঁটছেন। হুমায়ুন কবীরের ঘনিষ্ট সূত্রের খবর, দলের প্রতীক হিসেবে প্রথম পছন্দ টেবিল। তবে সেটা না পেলে জোড়া গোলাপ ফুল প্রতীক করতে রাজি তিনি। যার অর্থ রাজ্যের দুই ফুল, পদ্ম আর জোড়া ফুলকে তিনি জোড়া গোলাপ দিয়েই বধ করতে চান। তাঁর দলের পতাকার রং জাতীয় পতাকার রঙের কাছাকাছি হতে পারে। অর্থাৎ তৃণমূল, জাতীয় কংগ্রেসের মতই তেরঙ্গা দলীয় পতাকা হিসেবে ব্যবহার করতে চান হুমায়ুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement