Advertisement

হঠাত্‍ মালদার ৩ কেন্দ্রে প্রার্থী মতুয়াদের! অস্বস্তিতে বিজেপি

জানা যাচ্ছে মালদা জেলার মালদা, ইংরেজবাজার ও গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে মতুয়া সম্প্রদায়। উত্তরবঙ্গে তারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে সরব হয়েছেন মতুয়ারা।

বঞ্চনার অভিযোগ তুলে ভোটে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের মতুয়ারা
Aajtak Bangla
  • মালদা,
  • 31 Mar 2021,
  • अपडेटेड 10:57 AM IST
  • বাংলার মতুয়া ভোটকে টার্গেট করেছে বিজেপি
  • কিন্তু উত্তরবঙ্গ চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের
  • বঞ্চনার অভিযোগ তুলে ভোটে দাঁড়াচ্ছে মতুয়ারা

গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত রানাঘাট ও বনগাঁ আসনে উড়েছিল গেরুয়া পতাকা। মতুয়া সম্প্রদায়ের সিংগহভাগ ভোটই গেছিল বিজেপির দিকে। এবারও সেই মতুয়া ভোট ব্যাঙ্ককেই টার্গেট করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের মতুয়া সম্প্রদায়ের ভোটকে ধরে রাখতেই নির্বাচনী ইস্তেহারে নাগরিকত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। মতুয়া ভোটের দিকে চেয়েই সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুররে গাইঘাটা থেকে প্রার্থী করেছে বিজেপি। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে মতুয়াদের তীর্থক্ষেত্র ওড়াকান্দিও সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারপরও সংশয় দূর হচ্ছে কই। বরং বিজেপির অস্বস্তি বাড়িতে উত্তরবঙ্গের মালদা জেলার তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মতুয়ারা।

বিতর্কে জড়িয়ে ভারত ছেড়েছিলেন ফেরদৌস-নুর, নেপথ্যে প্রচার না অন্য কারণ?

জানা যাচ্ছে মালদা জেলার  মালদা, ইংরেজবাজার ও গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে মতুয়া সম্প্রদায়। যদিও মতুয়ারা প্রার্থী দিলেও গেরুয়া শিবিরের ভোট ব্যাঙ্কের ওপর তেমন কোনও প্রভাব পড়বে না দাবি করছেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। এদিকে মুতুয়া তাঁদের সঙ্গে রয়েছে বলে দাবি মালদা জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের। দুলালবাবু বলেন, লোকসভা ভোটে  মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে   মতুয়াদের ভোট পেয়েছিল বিজেপি। তবে মতুয়ারা তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের সঙ্গেই থাকবে বলে দাবি করেন তিনি।    

হরিচাঁদ স্মরণে মোদী, বঙ্গভোটে লাভের গুড় কতটা BJP-র ঘরে? 

বঞ্চনার শিকার মতুয়ারা
মতুয়া ভোট ব্যাঙ্কের দিকে নজর বিজেপি ও তৃণমূল দুই শিবিরেরই। কিন্তু উত্তরবঙ্গের মতুয়ারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে সরব হয়েছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গে মতুয়াদের কাউকে প্রার্থী করেনি বিজেপি। তাই  উত্তরবঙ্গ জুড়ে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করল তারা। মালদার তিনটি আসনে চলছে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। গাজোল, মালদা ও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে মতুয়া সম্প্রদায়। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক রঞ্জিত সরকার বলেছেন,"উত্তরবঙ্গের মতুয়াদের প্রতি বঞ্চনা করা হয়েছে। তাই উত্তরবঙ্গ জুড়ে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে মতুয়া মহাসংঘ। মালদা জেলার তিনটি আসনে প্রার্থী দেওয়া হবে।" এদিকে রাজ্যে ভোটপর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট। হাতে সময় অল্প থাকায় জেতার সম্ভাবনা যে নেই তা কার্যত স্বীকার করে নিয়েছেন রঞ্জিতবাবু। তবে কিছু আসনে মতুয়ারা নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই মন্তব্য তার। 

Advertisement

এদিকে মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল মন্তব্য করেছেন, "প্রার্থী দেবে কি দেবেন না এটা তাদের ওপর নির্ভর করছে। তবে মতুয়ারা প্রার্থী দিলেও খুব বেশি প্রভাব বিজেপিতে পড়বে  না।বিজেপির ভোটব্যাঙ্ক  ভাঙার চেষ্টা করা হচ্ছে।"  এর পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও বিজেপির তোলা ষড়যন্ত্রের অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, "মতুয়াদের মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে লোকসভা নির্বাচনে কিছু ভোট পেয়েছিল বিজেপি। এখন ওরা বুঝতে পেরেছে। তাই ওরা তৃণমূলের সাথে ছিল. তৃণমূলের সাথেই থাকবে।"


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement