একুশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে। শনিবার প্রথম দফার ভোট। আর এই আবহে কঠোর সিদ্ধান্ত নিতে দেখা গেল নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গে নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এবারের বিধানসভা ভোটে কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত আইপিএস সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের ডিজি পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা উপদেষ্টা (এসএসএ) হিসেবে নিয়োগ করেছিলেন। ডিজির পদে অবসরের পরে ১ জুন, ২০১৮ থেকে রাজ্যর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ।
মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ। তার নিয়োগ নিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়কেও। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে রাজ্য পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নালিশ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তার মধ্যে ছিলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থও। তাঁর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজের অভিযোগ রয়েছে। তারপরেই প্রথম দফার ভোটের ৩ দিন আগে তাৎপর্যপূর্ণ রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থকে সরানোর পদক্ষেপ করল কমিশন।
একুশের বিধানসভা নির্বাচনের দামামা বাডার পর থেকেই রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আইপিএস আধিকারিককে বদলি করেছে কমিশন। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার অপসারিত করা হল শাসক দল ঘনিষ্ঠ রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকেও। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। পদটি নিষ্ক্রিয় করায় নতুন কোনও ব্যক্তিকে আনার প্রশ্নও ওঠে না। কমিশনের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে পদটির কোনও দরকার নেই। স্বচ্ছ ভোটের স্বার্থেই কমিশনের এই কড়া পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।