Advertisement

বাঁকুড়ায় CPIM-এর মিছিলে বোমাবাজি, আহত ১৮ কর্মী, অভিযোগের তির TMC-র দিকে

এরাজ্যে এখনও তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে প্রায়শই হামলা ও সংঘর্ষের খবর শোনা যায়। বাম-কংগ্রেসের কথা তেমন ভাবে আর সামনে আসে না। কিন্তু বাঁকুড়ায় সিপিএমের মিছিলে এবার বোমা ছোঁড়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার বেলশুলিয়ার এই ঘটনা ঘটেছে। বোমাবাজিতে তাদের প্রায় ১৮ জন কর্মী-সমর্থক আহত বলে সিপিএম সূত্রে দাবি করা হয়েছে।

বাঁকুড়ায় সিপিএমের মিছিলে বোমাবাজি
অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 31 Dec 2020,
  • अपडेटेड 6:44 PM IST
  • বাঁকুড়ায় সিপিএমের মিছিলে বোমাবাজি
  • হামলার অভিযোগ তৃণমূলের দিকে
  • হামলায় আহত কমপক্ষে ১৮ সিপিএম কর্মী

এরাজ্যে এখনও তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে প্রায়শই হামলা ও সংঘর্ষের খবর শোনা যায়। বাম-কংগ্রেসের কথা তেমন ভাবে আর সামনে আসে না। কিন্তু বাঁকুড়ায় সিপিএমের মিছিলে এবার বোমা ছোঁড়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার বেলশুলিয়ার এই ঘটনা ঘটেছে।  বোমাবাজিতে তাদের  প্রায় ১৮ জন কর্মী-সমর্থক আহত বলে সিপিএম সূত্রে দাবি করা হয়েছে। 

TMC নেতার বাড়ি CBI হানা দিতেই ময়দানে শুভেন্দু, ফের স্লোগান 'তোলাবাজ ভাইপো হাটাও'

 পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সমর্থন  জানাতে এদিন স্থানীয় খড়কাটা থেকে জামশুলি পর্যন্ত মিছিলের আয়োজন করা স্থানীয় সিপিএম কর্মীরা। এনিয়ে পুলিশকেও আগাম জানানো হয়েছিল ।  মিছিল বেলশুলিয়ায় শাসক দলের কার্যালয়ের সামনে এসে পৌঁছতেই  তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা বোমা ও ইঁট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।

'ব্যবসায়িক শত্রুতার জেরে শালিমারে TMC নেতা খুন,' রাজনীতি-তত্ত্ব ওড়াল পুলিশ

পুলিশ সিপিএমের মিছিলে বোমাবাজির সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় জেলা সিপিএম নেতৃত্ব । সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক স্বপন ঘোষ জানান, মিছিলের আগে গতকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল ও পাশাপাশি বোমা ফাটাচ্ছিল । পুলিশ উপস্থিত থাকলেও জনা আটেক দুষ্কৃতীর মোকাবিলা করতে পারেনি । পুলিশের সামনেই ইঁট ও বোমা নিয়ে সিপিএম  কর্মীদের উপর আক্রমণ হয়েছে। ২০২১ সালের ভোটে ক্ষমতা হারানোর ভয়েই  তৃণমূল এই ধরণের ঘৃণ্য আক্রমণের পথ নিয়েছে বলে অভিযোগ স্বপন ঘোষের। তবে সিপিএমের মিছিলে হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন  তৃণমূলের বিষ্ণুপুর ব্লক সভাপতি সুশান্ত মুখোপাধ্যায়। পাল্টা তিনি অভিযোগ করেন, সিপিএমের লোকেরাই তাদের অফিস ভাঙচুর করেছে।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement