তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিতর্ক যেন ক্রমে সমার্থক হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে একের পর এক বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। সম্প্রতি হাথরস প্রসঙ্গে সীতাকে টেনে আলোচনার কেন্দ্রে এসেছিলেন কল্যাণ। এবার ফের একবার তাঁকে দেখা গেল বেলাগাম হতে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, বিজেপির লোকজন মুখে জয় শ্রীরাম বলছে. আর ধর্ষণ করছে। তাঁর প্রশ্ন, "ধর্ষণে অভিযুক্ত পন্ডিতদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের কেন কালো ব্যাজ পড়ে আন্দোলনে নামতে দেখা যায় না?" তার উত্তর্ত দিয়েছেন কল্যাণ, তৃণমূল সাংসদের কথায়, কারণ এই পন্ডিতরা ওই দলেই অন্তর্ভুক্ত। এই লোকেরা গেরুয়া পোশাক পড়ে মুখে জয় শ্রী রামের বুলি ফুটিয়ে ধর্ষণ ও গুণ্ডামির মত ঘটনা ঘটিয়ে চলেছে।
রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কটাক্ষ করেছেন, বাংলায় বিজেপির সবচেয়ে বড় এজেন্ট অধীর রঞ্জন চৌধুরী। এরাজ্যে বাম দলগুলির সঙ্গে কংগ্রেস জোট তাই হতে দেবেন না অধীরই। কল্যাণের নিশানা থেকে বাদ যাননি বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-ও। বিজেপি সাংসদকে বাহুবলী, গুণ্ডর পাশাপাশি সুপারি কিলার বিশেষণও দিতে দেখা গেছে তৃণমূল শিবিরের এই নেতাকে।
সম্প্রতি সীতাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকর্কিত মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছিল। বারাকপুরের জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বলতে দেখা যায় , “সীতা রামের কাছে গিয়ে বলছে, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গিয়েছিল। আর যদি তোমার চ্যালাগুলো আমাকে হরণ করে নিয়ে যেত তাহলে উত্তর প্রদেশ হাথরসে ধর্ষিতা মেয়েটার মত আমার অবস্থা হত।” আর এ নিয়েই আপত্তি তোলে গেরুয়া শিবির। হাথরাসের গণধর্ষণের ঘটনার সঙ্গে মহাকাব্যের তুলনা হয় কীভাবে? এই প্রশ্ন তুলেছে বিজেপি। এই নিয়ে ইতিমধ্যে একাধিক সংগঠন কল্যাণের বিরুদ্ধে মামলাও করেছে। উত্তরপাড়া থেকে বৈদ্যবাটি, নিজের খাসতালুকে অস্বস্তির মুখে পড়েছেন তৃণমূলের ডাকাবুকো সাংসদ। বৈদ্যবাটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শনিবারই কালো পতাকা দেখিয়েছে বিজেপি। উত্তরপাড়ায় কল্যাণের ফ্লেক্সে লাগানো হয়েছে কালি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগানও উঠেছে। সীতাকে নিয়ে কল্যাণের বক্তব্যের পর বিজেওয়াইএম সদস্য আশীষ জয়সওয়াল একটি এফআইআর দায়ের করেন। আশীষের মতে, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাঙালি সমাজ আহত হয়েছে। এজন্য আমরা অভিযোগ দায়ের করেছি।"