Advertisement

"দিলীপ ঘোষ খ্যাপা ষাঁড়, কোথাও চিকিৎসা নেই," বেনজির আক্রমণ কল্যাণের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চড়া সুরে একহাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় সভায় তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দেখে মানুষ যখন দৌঁড়াচ্ছে তখন বাংলার বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াচ্ছে। আগে আমি দিলীপ ঘোষকে পাগলা দিলীপ, খ্যাপা দিলীপ বলতাম। কিন্তু এখন তাকে খ্যাপা ষাঁড় বলি। কারণ পাগল মানুষের চিকিৎসা আছে, কিন্তু খ্যাপা ষাঁড়ের কোনো চিকিৎসা নেই। তেমনই দিলীপ ঘোষের আর কোনও চিকিৎসা নেই। তারা খ্যাপা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে।" 

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। ফাইল ছবি
দীপক দেবনাথ
  • কলকাতা,
  • 09 Jan 2021,
  • अपडेटेड 11:21 PM IST
  • দিলীপকে আক্রমণ কল্যাণের
  • খ্যাপা ষাঁড় বলে কটাক্ষ
  • বিজেপিকে তুলোধনা সৌগত রায়ের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চড়া সুরে একহাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় সভায় তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দেখে মানুষ যখন দৌঁড়াচ্ছে তখন বাংলার বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াচ্ছে। আগে আমি দিলীপ ঘোষকে পাগলা দিলীপ, খ্যাপা দিলীপ বলতাম। কিন্তু এখন তাকে খ্যাপা ষাঁড় বলি। কারণ পাগল মানুষের চিকিৎসা আছে, কিন্তু খ্যাপা ষাঁড়ের কোনো চিকিৎসা নেই। তেমনই দিলীপ ঘোষের আর কোনও চিকিৎসা নেই। তারা খ্যাপা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে।" 

বিজেপিকে আক্রমণ কল্যাণের

দেশের মধ্যে উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনার সবচেয়ে বেশি বলে এনসিআরবি রিপোর্ট তুলে ধরে কল্যাণ বলেন "অরবিন্দ মেনন বলে কোন এক বিজেপি নেতা রাজ্যে এসে বলছে পশ্চিমবঙ্গকে তারা উত্তরপ্রদেশ বানিয়ে দেবে। যে উত্তর প্রদেশের ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি... আমি সাংবাদিকদের বললাম তবে কি ওদের দলের সব লোকেরা প্রতি দু মিনিটে পশ্চিমবঙ্গে একটা করে ধর্ষণ করবে নাকি? তবে তো পাড়ায় পাড়ায় আমাদের ফ্লেক্স টাঙিয়ে বলতে হবে যে মা বোনেরা সাবধান। বিজেপির ক্যাডাররা, তাদের বহিরাগত নেতারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। ওদের হতে সাবধান।"

আরও পড়ুন, 'তৃণমূলে সবাই চোর হলে তোর বাবা কী?', নাম না করে শুভেন্দুকে পরিবার তুলে আক্রমণ কল্যাণের

গেরুয়া শিবিরকে কটাক্ষ সৌগতর

বিজেপি সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফর নিয়ে কটাক্ষ করে সৌগত রায় বলেন "রাজ্যের কৃষকদের নিয়ে মহাভোজ না করে নাড্ডার উচিত দিল্লির সীমান্ত এলাকায় যাওয়া ।এই ঠান্ডার মধ্যে ও কৃষকরা গত ৪০ দিন ধরে সেখানে অবস্থান করছেন। ৮ দফা বৈঠক করেছেন। কৃষকরা দাবি করেছেন এই কৃষি আইন প্রত্যাহার করা হোক। নাড্ডার এখানে সময় নষ্ট না করে দয়া করে দিল্লিতে যান।পশ্চিমবঙ্গের কৃষকরা খুশি আছেন। তারা কোন আন্দোলন করছে না দিল্লির কৃষকরা তো ওদের পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকদের কাছে বিজেপিকে মুখ দেখাতে পারছে না। আর কৃষক নিয়ে ওরা বড় বড় কথা বলে। ওদের লজ্জা করা উচিত।"  

Advertisement

একের পর এক আক্রমণ

নেতাজি জন্মবার্ষিকীর কেন্দ্রের কমিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী, ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, বিজেপি সাংসদ অর্জুন সিং কে রাখা নিয়ে সৌগত রায় বলেন " এটা কি নাম হল অর্জুন সিং কি কোনদিন নেতাজির ব্যাপারে বিশেষজ্ঞ? বা শুভেন্দু অধিকারী বিশেষজ্ঞ? এটা পাগলের ঘোষণা। মানুষ বুঝতে পারছে।"

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement