Advertisement

গাঁজা খেয়ে স্বপ্ন দেখে, লাভ জিহাদ প্রসঙ্গে BJPকে পাল্টা সৌগত

বাংলায় সরকারে এলে মধ্যপ্রদেশের কায়দায় লাভ জিহাদ বিল আনবে বিজেপি। এরাজ্যে এসে এমনটাই বলেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। ঠিক তাঁর কয়েকঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জানালেন, গাঁজা খেয়ে দিবাস্বপ্ন দেখছে ওরা।

তৃণমূল সাংসদ সৌগত রায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • বরানগর,
  • 08 Jan 2021,
  • अपडेटेड 9:38 PM IST
  • লাভ জিহাদ প্রসঙ্গে BJPকে পাল্টা সৌগত
  • একাধিক ইস্যুতে খোঁচা
  • বিজেপিকে নিশানা সৌগতর

বাংলায় সরকারে এলে মধ্যপ্রদেশের কায়দায় লাভ জিহাদ বিল আনবে বিজেপি। এরাজ্যে এসে এমনটাই বলেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। ঠিক তাঁর কয়েকঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জানালেন, গাঁজা খেয়ে দিবাস্বপ্ন দেখছে ওরা।

কী বললেন সৌগত

এদিন দলীয় সভা সৌগত রায় বলেন, সকালে গাঁজা টেনে কিছু লোক স্বপ্ন দেখছে বিজেপি ক্ষমতায় আসবে। আমরা ক্ষমতায় থাকতে এমন সাম্প্রদায়িক আইন কিছুতেই হতে দেব না। লাভ জিহাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট এখনও এই বিষয়ে কোনও রায় দেয়নি। আমাদের পূর্বসূরি বাম ও কংগ্রেস সরকারও এই আইন লাগু করেনি। আমরাও ১০ বছরে ক্ষমতায় থেকে এই আইন লাঘু করিনি। 

আরও পড়ুন, "বিজেপির সম্পর্কে প্রশ্ন করবেন না", বিরক্তি প্রকাশ সৌগত রায়ের

 বিজেপিকে আক্রমণ সৌগতর

প্রসঙ্গত, এদিন কড়া সুরে বিজেপিকে আক্রমণ করেন সৌগত। এদিন বরানগরে তৃণমূলের সভায় সৌগতবাবু বলেন, ''ফেব্রুয়ারি মাসে রাজ্য়ে মোদী আসছেন। উনি এত বড় দাঁড়ি রেখেছেন যে, অনেকে বলছে উনি রবীন্দ্রনাথ হতে চান। আমি হোয়াটসঅ্য়াপে একটা বিজ্ঞাপন দেখলাম। যেখানে ওনার বড় দাড়ির ছবি দিয়ে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ নয় ঠগেন্দ্রনাথ ঠাকুর। মানুষকে ঠকাচ্ছেন তাই উনি ঠগেন্দ্রনাথ।'' এই বলেই থেমে থাকেননি তৃণমূলের এই অধ্য়াপক সাংসদ। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বঙ্গ সফর নিয়েও ফুট কাটেন সৌগত রায়। তিনি বলেন, '' রাজ্য়ে এসে মূল বাংলায় রবীন্দ্রনাথের গানকে উদ্ধৃত করেছেন মোদী। ওরে গৃহবাসী বলতে গিয়েই গুলিয়ে ফেলেছেন। বলেছেন ওরে গ্রহবাসী। এমনকী প্রার্থনা কবিতার মাত্র চারলাইন উনি বলতে পেরেছেন। পরের লাইনগুলি উনি বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেদিন উনি সবকটা লাইন বলতে পারবেন, সেদিন আমি আর তৃণমূলের হয়ে বক্তব্য় রাখতে আসব না। আমি জানি সেদিন আসবে না। '' তৃণমূলে বর্ষীয়ান এই নেতা বলেন, নাড্ডা ফাড্ডারা রাজ্য়ে আসছেন। একজন আসছেন যার নাম কৈলাস বিজয়বর্গীয়। এসেই বলছেন কই লাস ? নামের মধ্য়েই বর্গী রয়েছে মানে ডাকাত। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement