Advertisement

তৃণমূলে কাজ করে হতাশা ছাড়া কিছুই মেলে না, রাজীব-লক্ষ্মী-সাধন-কে সুচারু বার্তা দিলীপের

কয়েকদিন আগেই মন্ত্রিত্ব ও দল ছেড়েছেল লক্ষ্মীরকন শুক্লা। সূত্রের খবর, কাছের লোকেদের কাছে মন্ত্রী হিসাবে কাজ করতে না পাড়ার আক্ষেপ করেছিলেন লক্ষ্মী। রাজীবের পাশাপাশি সেই প্রসঙ্গও এদিন টেনেছেন দিলীপ। সুচারু ভাবে বার্তা দিয়েছেন সম্প্রতি বেসুরো হওয়া রাজ্যের আরেক মন্ত্রী সাধন পাণ্ডেকেও। অন্যদিকে কল্যাণের একের পর এক বেফাঁস মন্তব্য নিয়েও মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। বেহিসেবি মন্তব্যের জন্য কল্যাণের বার্দ্ধক্যজনিত ভারসাম্যহীনতাকে দায়ি করেছেন।

Dilip Ghosh
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 17 Jan 2021,
  • अपडेटेड 11:18 AM IST
  • পরিবারতন্ত্র নিয়ে ফের তৃণমূলকে নিশানা দিলীপের
  • রাজীবের ফেসুবক লাইভ নিয়ে দিলেন প্রতিক্রিয়া
  • তৃণমূল বিধায়কদের ভ্যাকসিন নেওয়া নিয়েও কটাক্ষ

রবিবার ইকোপার্কে প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল বিধায়কের করোনা ভঅযাকসিন নেওয়া, বেলাগামা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়েই প্রতিক্রিয়া দিলেন দিলীপ। শনিবার রাদ্যের বনমন্ত্রী ফেসবুকে লাইভে দলের প্রতি নিজের ক্ষোভ আরও স্পষ্ট করেছেন। রবিবার সকালে সেই নিয়েই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বলেন,  'আগে দলকে সময় দিয়েছেন, এখন দল তাঁদের কথা শুনছে না। তাহলে তো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই।'

ফের বেফাঁস কল্যাণ, 'ধর্ষণ করে বিজেপি কর্মীরা দিচ্ছে জয় শ্রীরাম ধ্বনি'

বিজেপি রাজ্য সভাপতি ফের এদিন একবার তৃণমূলের পরিবারতন্ত্রকে নিশানা করেন। দিলীপ বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর নির্দিষ্ট কিছু মানুষ ও পরিবারই লাভবান হয়েছে। যাঁরা মানুষের জন্য কাজ করতে এসেছিলেন তারা ক্রমে হতাশ হয়ে পড়ছেন। নিজের সেই হতাশাই ফেসবুকে লাইভে আরও একবার প্রকাশ করেছেন রাজীব। দিলীপের কথায়, " ১০ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলের কার্যপ্রণালী নিয়ে নেতারাই হতাশ হয়ে উঠছেন। ক্ষমতায় আসার পর কারা লাভবান হয়েছেন এই দলে? নির্দিষ্ট কিছু মানুষ। উন্নয়নের কোনও কাজই হচ্ছে না। তাই তৈরি হচ্ছে হতাশা। তাই ক্রীড়ামন্ত্রির হাতে ফাইল আসতে সাড়ে চারবছর সময় লাগে। তাহলেই বোঝা যায় রাজ্যের ক্রীড়া মহলের পরিস্থিতি। ২০১০ সালে কেন্দ্রের তরফ ৫ হাজার কোটি পাঠান হয়েছিল সেচ দফতরে। কিন্তু বাঁধগুলি আবার ভেঙে গিয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়  সেচমন্ত্রী থাকাকালীন পরিস্থিতি দেখেছেন, তাই তিনি হতাশ। এই নিয়েই তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ প্রশ্ন তুলছেন।"

West Bengal Election 2021: প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, সংখ্যা বাড়ল ২০ লক্ষের বেশি

কয়েকদিন আগেই মন্ত্রিত্ব ও দল ছেড়েছেল লক্ষ্মীরকন শুক্লা। সূত্রের খবর, কাছের লোকেদের কাছে মন্ত্রী হিসাবে কাজ করতে না পাড়ার আক্ষেপ করেছিলেন লক্ষ্মী। রাজীবের পাশাপাশি সেই প্রসঙ্গও এদিন টেনেছেন দিলীপ। সুচারু ভাবে বার্তা দিয়েছেন সম্প্রতি বেসুরো হওয়া রাজ্যের আরেক মন্ত্রী সাধন পাণ্ডেকেও। অন্যদিকে কল্যাণের একের পর এক বেফাঁস মন্তব্য নিয়েও মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। বেহিসেবি মন্তব্যের জন্য কল্যাণের বার্দ্ধক্যজনিত ভারসাম্যহীনতাকে দায়ি করেছেন। 

Advertisement

অন্যদিকে করোনা ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়েও রবিবার রাজ্য সরকারকে নিশানা করেছেন দিলীপ। করোনা টিকাকরণের প্রথম পর্যায়ে কোনও জনপ্রতিনিধি ভ্যাকসিন পাবেন না তা আগেই স্পষ্ট করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু দেশব্যাপী নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিনের টিকাকরণের সূচনার দিনই কেন্দ্রের ঘোষিত গাইডলাইন ভেঙে টিকা নেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের দুই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ভ্যাকসিন নিয়েছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল। ভ্যাকসিন নেওয়ায় অভিযুক্ত ভাতারেরই শাসক দলের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাও। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে কম ভ্যাকসিন দেওয়ারও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তা নিয়েই রবিবার সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা। সেই জন্যই প্রয়োজনের তুলনায় কম পড়েছে ভ্যাকসিন।"


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement