৭৭ সাল থেকে বাংলার রাজনীতির ময়দানে তাঁর অবাধ বিচরণ ছিল। বাম জামানায় দীর্ঘদিন ধরেই মন্ত্রীসভার সদস্যপদ সামলেছেন। ২০১৪ সালে দল বিরোধী কথা বলার কারণে তাঁকে বহিস্কার করে সিপিএম। এরপর ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করে টানা জয়ের ধারা অব্যাহত রাখেন রেজ্জাক মোল্লা। তবে এবার আর তিনি নেই ভোটের লড়াইয়ে। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দলনেত্রীকে চিঠি দিয়েছিলেন অনেক আগেই। দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ।