বিধানসভা নির্বাচনের আগেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামেরা। আগামীকাল কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাম সমর্থক কর্মীরা দলে দলে ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করবেন। যদিও এ বছর 2021 নির্বাচনের প্রথম বিগ্রেড করছেন বামেরা। তবে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোটে বিগ্রেড বৈঠকের গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ দেখা দিয়েছে একদিকে বিজেপি তার ক্ষমতার লড়াইয়ে নেমেছে। অন্যদিকে শাসক দল নিজেদের অস্তিত্ব লড়াইয়ে নেমে পড়েছেন। সব মিলিয়ে লড়াই হবে। শনিবার বিমান বসু বিগ্রেড পরিদর্শনে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন সমস্ত কাজ প্রায় শেষের দিকে। আগামীকাল দলে দলে বাম কর্মী সমর্থকরা আসবেন। এবারের বিগেট হবে ঐতিহাসিক ব্রিগেড।যা আগে কখনো বাংলার মানুষ দেখে নি। যদিও আগামী 7 ই মার্চ এই ব্রিগেডের জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে বলা যেতে পারে এই বিগ্রেডের লক্ষ্য বাম ও কংগ্রেসের শক্তি প্রদর্শন।