বাংলার রাজনীতিতে সৌজন্যবোধ কার্যত উধাও। রোজ-প্রতিদিন নিম্নগামী। এহেন একটি কঠিন সময়ে সত্যজিত্ রায়ের কিছু চরিত্র গুমোট গরমে স্নিগ্ধ দক্ষিণা হাওয়ার মতো। ফেলুদা, জটায়ু থেকে শুরু করে 'গণশত্রু' ছবির অশোক গুপ্ত বা শাখাপ্রশাখা-র আনন্দমোহন- সৌজন্যবোধ, ভদ্রতা, সততা, বিশ্বাসযোগ্যতার যে উদাহরণগুলি সত্যজিত্ তাঁর ছবিতে এক একটি চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন, সেগুলি আজ যেন আরও বেশি করে প্রাসঙ্গিক। অসৌজন্যতা, দল বদল, কুরুচিপূর্ণ ভাষা সম্বলিত বাংলার নির্বাচনের এই আবহে মানিক-স্মরণে সন্দীপ রায়। আড্ডায় সাংবাদিক বোরিয়া মজুমদার।