
ভারত ও বাংলাদেশের জন্য বিশেষভাবে ঐতিহ্যবাহী বিজয় দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি নয়া দিল্লিতে একটি ম্যুরাল উদ্বোধন করেছেন। আর ম্যুরালে জায়গা পেয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সম্প্রতি এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
এই পোস্টে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও একটি বড় আকৃতির দেওয়ালে ইন্দিরা ও মুজিবুরের ম্যুরালের সামনে দাঁড়িয়ে ফিতে কেটে তার উদ্বোধন করছেন।
ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, “ভারতের দিল্লী'তে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুজনের একটি মোরাল বানানো হয়, গতকাল বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সেটা উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভুয়ো। ভাইরাল ছবিটি এআই দ্বারা তৈরি। বিজয় দিবসের দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতেই ছিলেন না।
সত্য উদঘাটন
যদি বিজয় দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিই এই ধরনের কোনও ম্যুরাল উদ্বোধন করে থাকতেন, তবে সেই বিষয়ে নানা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কোনও খবর প্রকাশিত হতো। কিন্তু কোথাও এই ধরনের কোনও খবর প্রকাশ পায়নি।
সেই সঙ্গে ভাইরাল ছবিতে একটি বিরাট অসঙ্গতি ধরা পড়ে, যা ইঙ্গিত করে যে ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। এই ম্যুরালের নিচে হিন্দিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের নাম লেখা ছিল। তবে হিন্দিতে শেখ মুজিবর রহমানের নাম লেখা হয়েছে ‘শিখ মুহমর রহমান।’ যদি সরকারি স্তরে এই ধরনের কোনও ম্যুরালের উদ্বোধন করা হতো, তবে সেখানে যে এই ধরনের বানান ভুল থাকা সম্ভব নয়, তা বলাই বাহুল্য।
এরপর হাইভ মডারেশনের মতো এআই যাচাইকারী টুলের মাধ্যমে ছবিটি পরীক্ষা করা হলে একে প্রায় ৯৯ শতাংশই এআই নির্মিত বলা এতে জানানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে তাঁর সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেখানে দেখা যায়, ১৬ ডিসেম্বর ভারতীয় সময় সন্ধে নাগাদ তিনি ইথিওপিয়া গিয়ে পৌঁছন।
তার আগে নরেন্দ্র মোদী জর্ডানে অবস্থান করছিলেন। সেই বিষয়েও তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
অর্থাৎ সবমিলিয়ে বলাই যায় যে একটি এআই নির্মিত ছবিকে বাস্তব ঘটনা দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে, যা অসত্য।
ছবিতে দেখা যাচ্ছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।
ভাইরাল ছবিটি এআই নির্মিত। ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদী জর্ডান ও ইথিওপিয়া সফরে ছিলেন।