Advertisement

ফ্যাক্ট চেক:'I Love KEORATOLA MAHASASHAN' ছবিটি 'ফেক', আসলটা কোন সময়ের জানেন?

ছবিটি ফেসবুকে শেয়ার করে কেউ কেউ মজা করলেও, রাজ্যের শাসককে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি কোন সময়ের? আসল ছবিটা ঠিক কেমন?

'I Love KEORATOLA MAHASASHAN' ছবিটি 'ফেক', আসলটা কোন সময়ের জানেন?  'I Love KEORATOLA MAHASASHAN' ছবিটি 'ফেক', আসলটা কোন সময়ের জানেন?
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 10 Apr 2023,
  • अपडेटेड 8:50 PM IST

আজকাল বহু এলাকাতেই 'আই লাভ....' লেখা হাইলাইটস দেখতে পাওয়া যায়। নিজের এলাকাকে ভালবেসে স্থানীয়রা তা বসিয়ে থাকেন।  

তবে এবার কিনা 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান'! অবাক লাগলেও এমনটাই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের একটি অনভিপ্রেত ছবি। যেখানে দেখা যাচ্ছে, শ্মশানের গেটের সামনে 'I Love KEORATOLA MAHASASHAN' লেখা হাইলাইট।

ছবিটি ফেসবুকে শেয়ার করে কেউ কেউ মজা করলেও, রাজ্যের শাসককে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।  ছবিটি শেয়ার করে কেউ কেউ লিখেছেন, "এখনও বিশ্বাস হচ্ছে না এরকম বুদ্ধি শাসকদলের মাথা থেকে বেরোতে পারে!!! I Love KEORATOLA পর্যন্ত না হয় ঠিক ছিল, তা বলে আই লাভ কেওড়াতলা মহাশ্মশান ? শাসক দল ও কি বুঝতে পারছে, সবকিছু আসতে আসতে মহাশ্মশান এর দিকে ভালোবেসে যাচ্ছে।" (পোস্টের বানান অপরিবর্তিত)

আরও পড়ুন

 

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড এবং আসল ছবিটি ২০১৯ সালের।

 

কীভাবে এগোল অনুসন্ধান?

সোশ্যাল মিডিয়ায় কেওড়াতলা মহাশ্মশানের এই ছবিটা ভাইরাল হওয়ায় কটাক্ষের ঝড় ওঠে। যা নিয়ে সোমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কেউ একটা ছড়িয়ে দিয়েছে। আসলে এটা হয়নি, মিথ্যে কথা। শ্মশানকে কেউ ভালবাসি বলতে পারে, যেখানে মানুষের জীবন শেষ হয়ে যায়। মানুষের শেষ দিন, শেষ দেখা। মর্মে মর্মে মানুষ সেই যন্ত্রণা উপলব্ধি করে। এমন কোনও পরিবার নেই, যাঁদের কোনও না কোনও দিন অন্তত শ্মশানে যেতে হয়নি। তাই সেই শ্মশান নিয়েও উৎসব করে, তাদের আমি ধিক্কার জানাই। আমি সিপি-কে বলব এই নিয়ে কড়া পদক্ষেপ করতে।” মুখ্যমন্ত্রীর কথায় সম্মতি দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।

Advertisement

মুখ্যমন্ত্রী মন্তব্যের পর  ABP Ananda, Ei Samay, Sangbad Pratidin-সহ আরও বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবরটি প্রকাশিত হয়।

 

এখন প্রশ্ন হল, যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি কোন সময়ের? আসল ছবিটা ঠিক কেমন?

সেই প্রশ্নের উত্তর পেতে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিমের তরফে প্রথমেই রিভার্স সার্চ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। Wikimedia.org ওয়েসাইটে প্রকাশিত হুবহু একই ছবি আমরা দেখতে পাই। সেখানে ছবিটিকে ২০১১ সালে তোলা কেওড়াতলা মহাশ্মশানের ছবি বলে দাবি করা হয়েছে।

 

এরপর আরও খুঁজলে ২০১৯ সালের ২২ মে  Times of India পত্রিকার ওয়াবসাইটে প্রকাশিত একটি খবর আমাদের সামনে আসে। সেখানে কেওড়াতলা মহাশ্মশানের হুবহু একই রকমের একটা ছবি দেখতে পাওয়া যায়। 

 

দুটো ছবির তুলনা করলেই স্পষ্ট হয়ে যায় যে, ভাইরাল ছবিটা পুরনো, এখনকার নয়।

Fact Check

Claim

কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের গেটের সামনে 'I Love KEORATOLA MAHASASHAN' লেখা হাইলাইট বসানো হয়েছে।

Conclusion

ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। আসল ছবিটা ২০১৯ সালের একটি খবরে প্রকাশ পেয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement