পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ভারতের একাধিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাক বায়ুসেনার বেশ কয়েকটি এয়ারবেস। সম্প্রতি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সেই ক্ষতির কথাও নিশ্চিত করেছে নিউইর্য়ক টাইমসে্র একটি রিপোর্ট। আর একাধিক ভারতীয় রিপোর্টে বলা হয়েছে, এই বায়ুসেনা ঘাঁটিগুলিতে হামলা চালাতে দেশের মাটিতে তৈরি হওয়া ব্রহ্মস সুপারসনিক মিসাইল ব্যবহার করেছিল ভারতীয় সেনা।
এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি পার্বত্য এলাকার পাদদেশে বিরাট বিস্ফোরণের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে এটি নাকি পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতের হামলার দৃশ্য। ক্যাপশনে লেখা হয়েছে, "ভারতের ব্রহ্মস মিসাইল আঘাতের পর পাকিস্তানের দু'ঘণ্টা অন্তর অন্তর বিস্ফোরণ হচ্ছে।"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটির সঙ্গে ভারত-পাকিস্তান সংঘর্ষের কোনও সম্পর্ক নেই। ভিডিওটি অন্তত ২০১৫ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং এটি খুব সম্ভবত ইয়েমেনের।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও একটি এক্স পোস্টে পাওয়া যায়। এই পোস্টটি ২০১৫ সালের ১১ মে পোস্ট করা হয়েছিল। যা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক সময়ে হওয়া ভারত-পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
ভিডিওটির ক্যাপশনে যা লেখা হয় তার অনুবাদ করলে মোটামুটি দাঁড়ায়, ইয়েমেনের রাজধানী সানা আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে।
২০১৫ সালের মে মাসে ইয়েমেনে কোনও হামলা হয়েছিল কি না সেই বিষয়ে সার্চ করা হলে ফ্রান্স২৪-এর একটি রিপোর্ট পাওয়া যায় যা ২০১৫ সালের ১২ মে প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি দ্বারা বিমান হামলা চালানো হয়েছিল।
সেখানে আরও লেখা হয়, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, হুথি ঘনিষ্ঠ একটি সেনা ছাউনিতে পরপর তিনটি হামলা চালানো হয়েছিল।
অন্যদিকে, ভারতীয় বায়ুসেনা প্রধানকে যখন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র কিরানা হিলসে্ ভারতীয় সেনা হামলা চালিয়েছে কিনা, তিনি সে কথা অস্বীকার করেন।
ফলে এর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে অসম্পর্কিত একটি ভিডিওকে পাকিস্তানের বুকে ভারতের হামলা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে যা বিভ্রান্তিকর।
ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতের ব্রহ্মস মিসাইল হামলা।
ভিডিওটি ২০১৫ সালের মে মাস থেকেই ইন্টারনেটে রয়েছে এবং এটি খুব সম্ভবত ইয়েমেনের রাজধানী সানার।