Advertisement

ফ্যাক্ট চেক: ‘আই লাভ মহম্মদ’ স্লোগানের সমর্থনে মুসলিমদের পাশে দাঁড়ালেন সঞ্জয় দত্ত?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে সঞ্জয় দত্তের ভয়েসটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটি ২০২২ সালের ১৫ এপ্রিল Ranveer Allahbadia-র Beer Biceps ইউটিউব চ্যানেল প্রকাশিত পডকাস্ট থেকে নেওয়া হয়েছে। সেই পডকাস্টে সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ কিংবা মুসলিম ধর্মের সমর্থনে কোনও মন্তব্য করেনি।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 9:25 AM IST

গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের বিধায়ক তথা বহিস্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর। আর এই শিলান্যাসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের তরফে ‘আই লাভ মহম্মদ’ স্লোগান-সহ বাবরি মসজিদের ব্যানার লাগাতে দেখা গেছে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের একটি ভিডিও। 

যেখানে তাঁকে ‘আই লাভ মহম্মদ’ স্লোগান দেওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর হওয়া তথাকতিথ অত্যাচারের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। সঞ্জয় দত্তকে বলতে শোনা যাচ্ছে, “নবীর নামে স্লোগান দেওয়ার জন্য বর্তমানে ভারতে মুসলিম ভাই-বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এটা খুব বড়ো অন্যায়। আমিও গর্বের সঙ্গে ‘আই লাভ মহম্মদ’ বলছি, কারোর কোনও ক্ষমতা থাকলে আমাকে জেলে পাঠিয়ে দেখাক।” 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ স্লোগান দেওয়ার জেরে মুসলিমদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “সঞ্জয় দত্ত ইসলাম ধর্ম নিয়ে কি বলল শুনুন।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে সঞ্জয় দত্তের ভয়েসটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটি ২০২২ সালের ১৫ এপ্রিল Ranveer Allahbadia-র Beer Biceps ইউটিউব চ্যানেল প্রকাশিত পডকাস্ট থেকে নেওয়া হয়েছে। সেই পডকাস্টে সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ কিংবা মুসলিম ধর্মের সমর্থনে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন

সত্য উন্মোচন

সাম্প্রতি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ স্লোগান সংক্রান্ত বিষয় নিয়ে কোনও মন্তব্য করলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। পাশপাপাশি, ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে সঞ্জয় দত্তের ভয়েসের সঙ্গে লিপ সিঙ্কের অসঙ্গতি লক্ষ্য করা যায়। 

Advertisement

তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এবং ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২২ সালের ১৫ এপ্রিল ইউটিউবার ও পডকাস্ট হোস্ট Ranveer Allahbadia-র Beer Biceps ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিও-র (পডকাস্ট) মূল বা আসল সংস্করণটি পাওয়া যায়। কিন্তু ২৯ মিনিট ৩০ সেকেন্ডের সেই পডকাস্টে সঞ্জয় দত্তকে ‘আই লাভ মহম্মদ’ কিংবা মুসলিম ধর্মের সমর্থনে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। যা থেকে সন্দেহ তৈরি হয় ভিডিওতে সঞ্জয় দত্তের ভয়েসটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হতে পারে।

তবে বিষয়টি সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত হতে এরপর আমরা ভাইরাল ভিডিও-র সঞ্জয় দত্তের ভয়েস ক্লিপটি নিয়ে resemble.ai নামক এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি। ওয়েবসাইটি নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত সঞ্জয় দত্তের ভয়েস ক্লিপটি ফেক অর্থাৎ সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

এর থেকে প্রমাণ হয় যে, ‘আই লাভ মহম্মদ’-এর সমর্থনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মন্তব্য দাবিতে ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ স্লোগান দেওয়ার জেরে মুসলিমদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করেছেন।

Conclusion

ভাইরাল ভিডিওতে সঞ্জয় দত্তের ভয়েসটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।  Ranveer Allahbadia-র সঙ্গের মূল পডকাস্টে সঞ্জয় দত্ত ‘আই লাভ মহম্মদ’ কিংবা মুসলিম ধর্মের সমর্থনে কোনও মন্তব্য করেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement