Advertisement

ফ্যাক্ট চেক: বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় কমেছে পকেটমার! গ্রাফিক কার্ডটি ভুয়ো

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই গ্রাফিক কার্ডটি আসল নয়।  বাংলাদেশি একটি সংবাদ মাধ্যমের গ্রাফিক কার্ডের ওপর কারসাজি করে এই কার্ডটি তৈরি করা হয়েছে। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 04 Dec 2024,
  • अपडेटेड 5:16 PM IST

বাংলাদেশে গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরবর্তী সময়ে একধাক্কায় অনেকটাই কম হয়েছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আসা-যাওয়া। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ মাধ্যমের গ্রাফিক কার্ড বেশ ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় পকেটমারি ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। 

এই গ্রাফিক পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "এটা কি ঠিক হলো , আপনারাই বলুন।" অন্যদিকে, ভাইরাল হওয়া এই গ্রাফিক কার্ডের মধ্যে লেখা হয়েছে, কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, পকেটমার কমেছে ৬০ শতাংশ।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই গ্রাফিক কার্ডটি আসল নয়।  বাংলাদেশি একটি সংবাদ মাধ্যমের গ্রাফিক কার্ডের ওপর কারসাজি করে এই কার্ডটি তৈরি করা হয়েছে। 

কীভাবে জানা গেল সত্যি

বাংলাদেশি পর্যটকদের আনা-গোনা কম হওয়ায় যদি সত্যিই কোনও ধরনের অপরাধমূলক ঘটনা কমে থাকতো, তবে সেই সংক্রান্ত কোনও খবর প্রকাশ পেত। কিন্তু এমন কোনও খবর কোথাও পাওয়া যায়নি। 

ভাইরাল গ্রাফিক কার্ডটি লক্ষ্য করলে সেখানে DT-র একটি লোগো দেখতে পাওয়া যাবে। এই লোগো সাধারণত বাংলাদেশি সংবাদ মাধ্যম Daily Tribune-এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বিষয়টি সূত্র ধরে উক্ত গ্রাফিক পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু কিওয়ার্ড সার্চ করলে আমরা দুটি প্রতিবেদন খুঁজে পাই। 

সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল গত ১১ নভেম্বর। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশি পর্যটক না থাকার কারণে কলকাতায় ৭০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমেছে। প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়, "নেই বাংলাদেশি পর্যটক, কলকাতায় ব্যবসা কমেছে ৭০%।" হুবহু একই ধরনের আরেকটি খবর ৯ সেপ্টেম্বরও প্রকাশ পেয়েছিল। সেখানে শিরোনামে লেখা হয়, "কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, বিক্রি কমেছে ৬০%।"

Advertisement

অর্থাৎ এর থেকে অনুমান করা যায় যে ভাইরাল পোস্টটি খুব সম্ভবত Dhaka Tribune-এর। এরপর Dhaka Tribune-এর ফেসবুক পেজ ধরে ওই সময় অনুযায়ী সার্চ করলে আমরা ৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই গ্রাফিক কার্ডটি দেখতে পাই। যা দেখতে পরিষ্কার হয়ে যায় যে একটি লাইন কারসাজির মাধ্যমে বদলে দেওয়া হয়েছে। 

আসল পোস্টে গ্রাফিক কার্ডের মধ্যে লেখা ছিল, "কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, বিক্রি কমেছে ৬০%।" ফলে বোঝাই যাচ্ছে, একটি এডিটেড গ্রাফিক কার্ডের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

দাবি

একটি সংবাদ মাধ্যমের গ্রাফিক পোস্টে দেখা যাচ্ছে, কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আসা-যাওয়া কম হওয়ায় ৬০ শতাংশ পকেটমার কমে গেছে।

ফলাফল

গ্রাফিক কার্ডটি ভুয়ো। বাংলাদেশি সংবাদ মাধ্যম Daily Tribune অনুযায়ী, বাংলাদেশি পর্যটকরা না আসায় কলকাতায় বিক্রি কমেছিল ৬০ শতাংশ।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement