ফ্যাক্ট চেক: প্রথম মহিলা পাইলট হিসেবে আটলান্টিক পেরোলেন মুম্বইয়ের আরোহী! না, এই কৃতিত্ব আরেকজনের
ভাইরাল পোস্টকার্ডে হিন্দিতে লেখা হয়েছে, "ভারতের ২৩ বছর বয়সী পাইলট আরোহী পণ্ডিত আটলান্টিক মহাসাগর পেরোনো বিশ্বের প্রথম পাইলট হয়েছেন। দেশের মেয়েকে অনেক শুভেচ্ছা।"
ফ্যাক্ট চেক: প্রথম মহিলা পাইলট হিসেবে আটলান্টিক পেরোলেন মুম্বইয়ের আরোহী!
প্রথম মহিলা পাইলট হিসেবে আটলান্টিক সাগর পেরোলেন ভারতের আরোহী পণ্ডিত।
Conclusion
এই কৃতিত্ব সবার প্রথম ১৯৩২ সালে মার্কিন মহিলা পাইলট অ্যামেলিয়া আর্থহার্ট অর্জন করেছিলেন। আরোহী প্রথম মহিলা পাইলট হিসেবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একসঙ্গে অতিক্রম করেন।