Advertisement

ফ্যাক্ট চেক: বাংলাদেশে ভূমিকম্পে ভেঙে পড়ল উড়ালপুলের একাংশ? না, ভিডিওটি AI দ্বারা তৈরি

আজতক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। ভূমিকম্পের জেরে বাংলাদেশের নানা ক্ষয়ক্ষতি হলেও উড়ালপুলের একাংশ বিপজ্জনকভাবে ভেঙে পড়ার কোনও খবর নেই। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 9:46 AM IST

২১ নভেম্বর সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। এই ঘটনায় একাধিক মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বাংলাদেশ থেকে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি উড়ালপুলের একাংশ ভেঙে পড়ার একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। 

একাধিক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি বাংলাদেশের আশুলিয়ার ঘটনা বলে প্রচার করছেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “আজকের (ভুমি কম্প) আশুলিয়ায়, হয়তো এটাই আমাদের,অনেকের জীবনের শেষ শুক্রবার।” 

রিপাবলিক বাংলার একটি প্রতিবেদনেও এই ভিডিওটি ব্যবহার করে একে বাংলাদেশের ঘটনা বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন

আজতক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। ভূমিকম্পের জেরে বাংলাদেশের নানা ক্ষয়ক্ষতি হলেও উড়ালপুলের একাংশ বিপজ্জনকভাবে ভেঙে পড়ার কোনও খবর নেই। 

সত্য উন্মোচন 

যদি ভূমিকম্পের জেরে বাস্তবেই এমন কোনও উড়ালপুলের একাংশ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটতো, তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেই খবর পাওয়া যেত। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও খবর পাওয়া যায়নি। 

তবে প্রথম আলো এবং সময় টেলিভিশনের ওয়েবসাইটে পাওয়া খবর থেকে জানা যায়, এই ভূমিকম্পের জেরে বাংলাদেশের কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে এবং দুশো জনের বেশি আহত হয়েছেন। সেই সঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রাইভওয়ের সিলিং খসে পড়ারও খবর মেলে। 

এরপর ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। যা থেকে অনুমান করা যায় যে, ভিডিওটি এআই দ্বারা তৈরি হতে পারে। উদাহরণ দিয়ে বলা যায়, ভাইরাল ভিডিওতে থাকা মানুষজনকে যে সময় আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে, ঠিক একই সময় ফ্রেমের ডানদিকে সাদা ফতুয়া পরা এক ব্যক্তি ঠায় মূর্তির মত দাঁড়িয়ে রয়েছেন। 

এর পরবর্তী ধাপে উড়ালপুলের ভেঙে পড়ার দৃশ্য ভালোভাবে লক্ষ্য করলে আরও স্পষ্ট হয় যে ভিডিওটি আসল নয়। ৬ সেকেন্ডের এই ভিডিওর প্রথম ফ্রেমে উড়ালপুলের গার্ড পিলারটি সাধারণ অবস্থায় দেখা যাচ্ছে। ঠিক আড়াই সেকেন্ডের মাথায় গার্ড পিলারের অংশটি ভেঙে পড়া শুরু করছে।

Advertisement

৪ সেকেন্ড পরবর্তী সময় গার্ড পিলারের অংশটি ভেঙে নিচে পড়ে যাচ্ছে। এবং ভিডিওর শেষ অংশে, ৫ সেকেন্ড নাগাদ পিলারের অংশটি নিচে পড়ে ভেঙে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় উড়ালপুলের গার্ড পিলারকে আগের মতই অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে। যেন কিছুই হয়নি। যা দেখে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি আসল কোনও ঘটনার নয়। সেই সঙ্গে তুলনা করা চারটি ফ্রেমেই সাদা পোশাক পরিহিত ওই ব্যক্তিকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু বাকিরা ছোটাছুটি করছেন। যা কোনও স্বাভাবিক এবং আসল ঘটনায় সম্ভব না। 

হাইভ মডারেশনের মতো এআই যাচাইকারী টুলের সাহায্যে পরীক্ষা করা হলেও ভিডিওটিকে এআই দ্বারা নির্মিত বলা হয়। 

সব মিলিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটি এআই নির্মিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয়েছে যে ভূমিকম্পে বাংলাদেশে উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছে।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, ২১ নভেম্বর সকালের ভূমিকম্পে বাংলাদেশের আশুলিয়া উড়ালপুলের একাংশ কীভাবে ভেঙে পড়ছে। 

Conclusion

ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি। বাস্তবে এমন ব্রিজ ভেঙে পড়ার কোনও ঘটনা ঘটেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement