Advertisement

ফ্যাক্ট চেক: ‘বাংলার ৩১টি আসনে জিতবে CPI(M)?’ ভাইরাল গণশক্তি পত্রিকার ভুয়ো সমীক্ষা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গণশক্তি পত্রিকার সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে সিপিআই(এম) পাবে ৩১টি, তৃণমূল পাবে ৭টি, বিজেপি পাবে ৩টি এবং অন্যান্যরা পাবে একটি আসন।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 04 May 2024,
  • अपडेटेड 4:02 PM IST

গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক অপিনিয়ন পোল প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সেখানে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে দেশে এবার কোন দল বা জোট সররকার গঠন করবে। তেমনই বাংলার ৪২টি আসন কাদের দখলে থাকবে সেটিও উঠে এসেছে এই সব সমীক্ষায়।

তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে ভাইরাল হয়েছে সিপিআই(এম)-র মুখপত্র গণশক্তি পত্রিকার একটি সমীক্ষার গ্রাফিক্স। সেখানে দেখা যাচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কোন দল কটি আসন পাবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে গণশক্তি পত্রিকার তরফে। গণশক্তি পত্রিকার সমীক্ষা অনুযায়ী বাংলায় সিপিআই(এম) পাবে ৩১টি আসন, তৃণমূল ৭টি, বিজেপি ৩টি  এবং অন্যান্যরা পাবে ১টি আসন। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল গ্রাফিক্সটা শেয়ার করে লিখেছেন, “ওহ আচ্ছা!!!”

আরও পড়ুন

অপর এক ফেসবুক ব্যবহারকারী ওই একই গ্রাফিক্স শেয়ার করে ইংরাজি হরফে বাংলায় লিখেছেন, “BOLCHI SURVEY TA KI CHAINA TOWN AE GIEA KORECHE ...  ZERO AR THREE TA CHANGE KORTE HOBE.” (সব ক্যাপশনের বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, গণশক্তি পত্রিকার ভাইরাল সমীক্ষার গ্রাফিক্স ভুয়ো এবং সম্পাদিত। 

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, গণশক্তি পত্রিকার তরফে প্রকাশিত ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সমীক্ষার যে গ্রাফিক্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি সন্দেহজনক। কারণ সমীক্ষার যে গ্রাফিক্সটি পোস্ট করা হয়েছে তাতে লেখা হয়েছে ‘এক্সিট পোল’। যার অর্থ হল ভোটদানের পর ভোটাদের থেকে নেওয়া তথ্যের উপরে ভিত্তি করে তৈরি সমীক্ষার ফল। অথচ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দু’দফা মিলিয়ে মোট ৬টি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু গণশক্তির ভাইরাল গ্রাফিক্সের বাংলার ৪২টি আসনের সমীক্ষার ফল তুলে ধরা হয়েছে। 

Advertisement

তাছাড়া আরও একটি বিষয় উল্লেখ্য যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সব দফার ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও এক্সিট পোলের ফল প্রকাশ করা যায় না। সেই হিসাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে এখনও ৫ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি এবং তা শেষ হবে আগামী ১ জুন। অর্থাৎ কোনও সংবাদমাধ্যমকে এক্সিট পোল প্রকাশ করতে হলে আগামী ১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি ভাইরাল গ্রাফিক্সে ‘তৃণমূল’ বানানও ভুল লেখা হয়েছে। এর থেকেই কিছুটা অনুমান করা যায় যে গণশক্তির তরফে প্রকাশিত লোকসভা নির্বাচনের ভাইরাল গ্রাফিক্সটি ভুয়ো হলেও হতে পারে।

যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট শেষ না হওয়া পর্যন্ত এক্সিট পোলের ফল প্রকাশ করা যায় না। তবে ভোট শুরু হওয়ার আগে জনগণের মতামত নিয়ে অপিনিয়ন পোল অবশ্যই প্রকাশ করা যায়। তাই এবিষয়ে নিশ্চিত হতে আমরা একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজার চেষ্টা করি গণশক্তি পত্রিকার তরফে কোনও ‘অপিনিয়ন পোল’ প্রকাশ করা হয়েছে কিনা। কিন্তু আমরা আমাদের সার্চে এমন কোনও তথ্য পাইনি যা থেকে প্রমাণ হয় যে গণশক্তি পত্রিকার তরফে এমন সমীক্ষা করা হয়েছে। বরং আমরা আমাদের সার্চে অন্যান্য সংবাদমাধ্যমের তরফে করা অপিনিয়ন পোলের ফল খুঁজে পাই। 

যেখানে আমরা গত ১৪ মার্চ নিউজ ১৮ বাংলার তরফে প্রকাশিত অপিনিয়ন পোলে বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপিকে দেওয়া হয়েছে ২৫টি আসন এবং তৃণমূলকে দেওয়া হয়েছে ১৭টি আসন। নিউজ ১৮ বাংলার সমীক্ষায় বাম-কংগ্রেস জোটকে একটিও আসন দেওয়া হয়নি।

গত ১৫ মার্চ এবিপি ও সি-ভোটারের যৌথ উদ্যোগে প্রকাশিত অপিনিয়ন পোলে পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের মধ্যে তৃণমূলকে দেওয়া হয়েছে ২৩টি আসন, বিজেপিকে দেওয়া হয়েছে ১৯টি আসন। এবিপি ও সি-ভোটারের সমীক্ষাতেও বাম-কংগ্রেস জোটকে কোনও আসন দেওয়া হয়নি। 


অন্যদিকে গত ১৭ এপ্রিল টিভি৯ বাংলায় প্রকাশিত অপিনিয়ন পোল অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২১টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। এবং ২০টি আসনে জিততে পারে বিজেপি। এখানেও বাম-কংগ্রেসকে একটিও আসন দেওয়া হয়নি।

যেখানে বাংলার প্রথম শ্রেণির কোনও সংবাদমাধ্যমের সমীক্ষায় বামেদের পশ্চিমবঙ্গে একটি আসনও দেওয়া হয়নি। সেখানে গণশক্তি পত্রিকার তরফে প্রকাশিত সমীক্ষায় বাম তথা সিপিআই(এম)’কে ৩১টি আসন দেওয়া হয়েছে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই এবিষয় সম্পর্কে নিশ্চিত হতে আমরা গণশক্তি পত্রিকার এডিটর সমীক লাহিড়ীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “গণশক্তি পত্রিকার নাম দিয়ে প্রকাশিত সমীক্ষার ওই গ্রাফিক্সটি ভুয়ো। গণশক্তি পত্রিকা এবারের লোকসভা নির্বাচন বলে নয়, কোনও নির্বাচনেই এই ধরণের সমীক্ষা করে না।” 

এর থেকেই প্রমাণ হয় যে, গণশক্তি পত্রিকার নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সমীক্ষার গ্রাফিক্সটি ভুয়ো এবং সম্পাদিত। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণশক্তি পত্রিকার নাম ব্যবহার করে গ্রাফিক্সটি বানিয়েছে।

Fact Check

Claim

গণশক্তি পত্রিকার সমীক্ষা অনুযায়ী বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩১টিতে জিতবে সিপিআই(এম)।

Conclusion

গণশক্তি পত্রিকার সমীক্ষার গ্রাফিক্সটি ভুয়ো এবং সম্পাদিত।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement