Advertisement

JOKES: ছুটির দিন স্বামীরা শান্তিতে কাটাবেন যেভাবে, শুনলে না হেসে পারবেন না...

Bengali Jokes: হাসতে থাকলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়ি।

JOKESJOKES
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 6:14 PM IST

Bengali Jokes 2025: আপনি যদি হাসি  এবং খুশি থাকার অভ্যাস তৈরি করেন, তাহলে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারেন। হাসি মনকে শান্ত করে, যাতে আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস এবং মজার জোকস পড়া যাক।

>এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—
জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।
খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—
স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?
জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাড়ি থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।

> শিক্ষক: পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো?
ছাত্র: ভাল্লুক, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু’ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।

> গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।

>স্ত্রী- তুমি আমাকে এমন দুটি কথা বল, যার একটি শুনলে আমি খুশি হব আর অন্যটি শুনলে রাগ করব। 
স্বামী- তুমি আমার জীবন আর দ্বিতীয়, এমন জীবনের জন্য লজ্জা। 

> শিক্ষক রাজুর কাছে - বলতো পৃথিবীর প্রাচীনতম প্রাণী কোনটি...? 
রাজু- জেব্রা 
শিক্ষক- সেটা কেমন করে? 
রাজু- ওরাতো সাদা-কালো, তাই না?

 > কাকা- কী করছো? 
ভাইপো- আমি নারী সম্মান সেবা নিয়ে কাজ করছি। 
কাকা- তুমি কি সমাজকর্মী? 
ভাইপো- না কাকা, আমি ফেসবুকে সব মেয়ের ছবি লাইক করি।

Advertisement

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Read more!
Advertisement
Advertisement