Advertisement

Husband Wife Jokes: 'রাক্ষসকে বিয়ে করলেও এত কষ্ট হত না', স্বামীর এমন কথায় সুপারহিট জবাব স্ত্রীর!

Jokes: হাসি সুস্থ থাকার চাবিকাঠি। টেনশনমুক্ত জীবনের জন্য এবং মানসিক চাপ দূর করতে হাসি খুবই গুরুত্বপূর্ণ। তো আর দেরি কীসের, চলুন শুরু করা যাক মজার কৌতুক দিয়ে হাসির এই সিরিজ।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2023,
  • अपडेटेड 1:51 PM IST

Hasir Jokes: হাসতে থাকলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসাকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> স্ত্রী- শ্বশুর বাড়ি গিয়ে আমার সঙ্গে ঝগড়া করো না। 
ওটা আমার বাপের বাড়ি। 
স্বামী- আমার বাপের বাড়ি কি কুরুক্ষেত্র, যে রোজ মহাভারত করতে থাকে। 

> স্বামী- আমারও যদি কোন রাক্ষসের সঙ্গেও বিয়ে হত তাহলেও আমি এত চিন্তিত হতাম না যতটা এখন তোমার সঙ্গে বিয়ের পর আছি। 
স্ত্রী- পাগল, রক্তের সম্পর্কের বিয়ে কোথায় হয়? 
স্বামীর কথা বলা বন্ধ!

> স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো- আচ্ছা বলো তুমি বোকা নাকি আমি? 
স্বামী- (শান্তভাবে) সবাই জানে তুমি খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, 
তাই কখনোই এমন হতে পারে না যে তুমি একজন মূর্খকে বিয়ে করবে।
রাষ্ট্রপতি পুরস্কারের জন্য স্বামীর নাম পাঠানো হয়েছে। 

>ব্যাঙ্ক ম্যানেজার- ক্যাশ শেষ হয়ে গেছে কাল আসবেন 
রামু- কিন্তু আমার এখনি টাকা লাগবে 
ম্যানেজার- দেখুন রাগ করবেন না, শান্তির সঙ্গে কথা বলুন
রামু- ঠিক আছে শান্তিকে ডাকুন, আজ আমি ওর সঙ্গে কথা বলেই যাব। 

>মেয়েপক্ষ- আমাদের ছেলেদের পছন্দ হয়নি।
 ছেলেপক্ষ- আমাদেরও ভালো লাগে না, এখন কী করব, ওকে বাড়ি থেকে বের করে দিব?

>পুলিশ- বাড়ির মালিক থাকা কালীন  চুরি করলে কীভাবে? 
চোর- স্যার, আপনার চাকরিও ভালো, বেতনও ভালো, তাহলে এসব শিখে কী করবেন? 

> স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। 
অর্ধেক দিন চুপচাপ কেটে যাওয়ার পর স্ত্রী স্বামীর কাছে এসে বলল- তুমি একটু আপোষ করো, আমি একটু করি।
 স্বামী- আচ্ছা, কী করবো?
 স্ত্রী- তুমি মাফ চাও,  আমি মাফ করে দেব। 

Advertisement

>ডাকাত - আমরা বাড়িতে ডাকাতি করতে এসেছি, কিন্তু বাড়িতে বন্দুক ভুলে এসেছি 
সচিন - সমস্যা নেই, তোমাদের ভদ্রলোক মনে হচ্ছে, আজ বাড়িতে ডাকাতি করো, কাল এসে বন্দুক দেখাও।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement