Advertisement

Mojar Jokes: যে ভুল স্বামী আর করতে চান না! দারুণ হাসির এই JOKES পড়তেই হবে

Viral Jokes: হাসি হল সুস্থ থাকার চাবিকাঠি। টেনশনমুক্ত জীবনের জন্য এবং মানসিক চাপ দূর করতে হাসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কীসের, চলুন শুরু করা যাক মজার জোকস দিয়ে হাসির প্রক্রিয়া।

Viral JokesViral Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 2:01 PM IST

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> স্ত্রী: ওগো জানো, আজ একটি বিশেষ দিন?
স্বামী: কীসের বিশেষ দিন?
স্ত্রী: আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। তাই তুমি আজ ১০টা মুরগি এনো, জমিয়ে পার্টি দেব।
স্বামী: দুঃখিত, ১০ বছর আগে করা আমার একটা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারবনা?

> ভীতু লোক: ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তো?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে তো নিশ্চিন্তে স্না করা যায়।
জেলে: হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে স্না করতে হবে।
ভীতু লোক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই তোসব সাপ খেয়ে শেষ করেছে।

> ছেলে: বাবা, বাবা! ভাই  না একটা পোকা  খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়ো না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।

> একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না, 
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না! 

> মহিলা- আমার ওজন কমবে কীভাবে? 
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান 
মহিলা - কোন সময়ে? 
ডাক্তার- কেউ খাবারের কথা বললে! 

> ছেলে- তোমার নাম কি? 
মেয়ে- আমার নাম বিধি। 
ছেলে- আমার নাম বিধান। 
মেয়ে- তো  কী করবো? 
ছেলে- আরে এটা তো বিধির বিধান।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Advertisement
Read more!
Advertisement
Advertisement