Advertisement

Funny Boyfriend Jokes: প্রেমিকাকে ইনস্টলমেন্টে ভোলার উপায়, এই JOKES পড়ে না হেসে পারবেন না

Funny Jokes in Bengali: স্ট্রেস ভরা লাইফস্টাইলে হাসি খুবই গুরুত্বপূর্ণ। হাসি-ঠাট্টা চলতে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। ব্যস্ততার মাঝেও আপনাকে হাসতে ও খুশি রাখতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। যা পড়লে আপনার মুখে হাসি ফুটবে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2023,
  • अपडेटेड 3:43 PM IST

Funny Jokes and Chutkule in Bengali: হাসি  আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ততায় মানুষ হাসতেও ভুলে গেছে। তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। যা  পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> পুলিশ: ১০ টাকা পকেট মারার জন্য তোকে ৫০ টাকা জরিমানা করা হল!
পকেটমার: স্যার, আমার কাছে মাত্র ১০ টাকায় আছে। বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে ছাড়তে হবে!!!

> ছেলে: বাবা, তুমি নাকি ঘুষ খাও???
বাবা: তুমি কি কখনও দেখেছ??
ছেলে: না, শুনেছি।
বাবা: শুনা কথায় কান দিতে নেই।
কিছু দিন পর…………
বাবা: তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ???
ছেলে: তুমি কি দেখেছ???
বাবা: না শুনেছি।
ছেলে: শুনা কথায় কান দিতে নেই বাবা!!!

> রোগী: আজ আমি বুঝতে পারছি সামান্য জ্বর কতটা ভয়াবহ হতে পারে!
ডাক্তার: কীভাবে বুঝলেন??
রোগী: আপনার বিলের কাগজটা দেখে!!!

> দাদু: যা, পালা তাড়াতাড়ি। তুই আজ স্কুলে যাসনি। তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে আসছে।
নাতি: আমি পালাব না দাদু। তুমি বরং পালাও। কারণ আমি স্যারকে বলেছিলাম আমার দাদু মারা গেছেন, তাই স্কুলে যাইনি!!!

> সম্বন্ধের একপর্যায়ে ছেলে-মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হলো!
মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন??
ছেলে: সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ইচ্ছা ছিল!
মেয়ে: কী ইচ্ছা??
ছেলে: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজব।
মেয়ে: আহহ্! আপনি কী রোমান্টিক!!!
ছেলে: ইয়ে মানে, আসলে ব্যাপারটা তা না। আপনি যে পরিমাণ ময়দা মেখেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারাটা দেখা যাবে না!!!!

Advertisement

> ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement