Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> মন্টু- ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন।
কেউ আমাকে হুমকি দিয়ে ফোন করছে।
পুলিশ- কে সে?
মন্টু- আমার বান্ধবীর স্বামী
তারপর আর কী ... হয়ে গেল জেল।
> স্ত্রী- তুমি আমাকে এমন দুটি কথা বল,
যার একটি শুনলে আমি খুশি হব আর অন্যটি শুনলে রাগ করব।
স্বামী- তুমি আমার জীবন আর দ্বিতীয় কথাটি , এমন জীবনের জন্য লজ্জা হয়।
> স্বামী স্ত্রীর সিনেমা দেখতে যাওয়ার কথা।
স্বামী দীর্ঘক্ষণ ঘরের বাইরে অপেক্ষা করছিলেন।
স্বামী (চিৎকার করে) - আরে কতক্ষণ লাগবে?
বউ (রেগে) - চিৎকার করছ কেন? এক ঘন্টা ধরে বলছি যে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি।
কথা বুঝতে পার না!
> মেয়েটি সরকারি অফিসে গিয়ে বলল- হ্যালো ভাই, আমি একটা ইনকাম সার্টিফিকেট তৈরি করতে চাই। পিয়ন- যাও, বাবুর সঙ্গে দেখা কর।
মেয়েটি সাথে সাথে তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলল- বাবু, বলোনি তো যে তুমি ইনকাম সার্টিফিকেট বানিয়ে দাও!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)