Advertisement

Jokes in Bengali: গাধাকে মানুষ করার স্কুল!পড়ুন দিনের সেরা JOKES, আর হাসুন মন ভরে

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Jokes in BengaliJokes in Bengali
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 5:55 PM IST

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।


> একটা গাধার বাচ্চা নিয়ে পলটু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কী রে পলটু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’
পলটু মুখ কাঁচুমাঁচু করে বললো, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন।’
শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব?’
‘আপনিই তো বলেছিলেন, আপনার এখানে অনেক গাধাকে আনা হয়েছে। আর আপনি সেই সব গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পলটুর উত্তর।
 
> একবার মনটু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল। বেশ দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে মনটু তার বন্ধুটিকে বললো, ‘আরে ভাই, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?’
বন্ধুটি বললো, ‘সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি! গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে, তাই কোনও দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছোতে হবে।’

> শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুই একটা আস্ত গরু।
ছাত্র: স্যার, আমি তো এখনও ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।

> বিবাহিত পুরুষরা  সংবাদপত্রে তাদের রাশিফল ​​দেখেন না , 
তারা বুঝতে পারেন তাদের আজকের দিনটি কেমন যাবে শুধু স্ত্রীর রাশি এবং মেজাজ দেখে। 

>  এমনকি খুব কষ্টের মধ্যেও স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিবেন না । 
আমি দুই বছর আগে ২০ হাজার নিয়েছিলাম। 
৫০ হাজার দিয়েছি, এখনো ২৫ হাজার বাকি, জানি না কোন হিসাবে হলো।

> ছেলে- বন্ধু, ওই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও, 
বন্ধু- কেন? 
ছেলে- যখন থেকে বলেছি,  দিল চির কে দেখ তেরা হি নাম হো গা, 
সে ছুরি নিয়ে আমার পিছু নিয়েছে। 

Advertisement

> টিল্লু তার অসুখ নিয়ে ডাক্তারের কাছে গেল, 
ডাক্তার- আপনার অসুস্থতার সঠিক কারণ বুঝতে পারছি না, 
মদ খাওয়ার কারণে হতে পারে, 
টিল্লু- সমস্যা নেই ডাক্তার, আপনি যখন নেশা কাটবে  তখন আবার আসব।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অব

Read more!
Advertisement
Advertisement