Advertisement

Hasir Jokes: ক্লাসে ছাত্ররা ঘুমায় কেন? জানলে না হেসে পারবেন না,গ্যারান্টি!

Mojar Jokes: আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে হাসতে হবে। প্রায়ই আমরা মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করি, যা ক্ষতিকর। মানসিক চাপের কারণে মানুষের মুখের হাসি চলে যায়। মানসিকভাবে সুস্থ থাকতে হলে হাসতে হবে। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Mojar JokesMojar Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 5:53 PM IST

Bengali Chutkule: মন থেকে  হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের  রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে  মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

> শিক্ষক প্রতিদিনই খেয়াল করছেন মন্টি ক্লাসে ঘুমায়। একদিন মন্টিকে ধমক দিয়ে বললেন—
শিক্ষক: এই! ক্লাসে ঘুমোচ্ছ কেন?
মন্টি: স্যার, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!
শিক্ষক: তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?
মন্টি: কারণ, ওরা আপনার কথা শুনছে না!

> এক রোগী চিকিৎসকের ঘরে ঢুকেই বললেন, ‘ডাক্তার সাহেব, কোনো কিছু খাওয়ার পর আমার আর কিছুতেই খিদে পায় না। বেশ সমস্যায় পড়েছি এ নিয়ে। একটু চেক করে দেখুন তো।’
এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘হুম, আপনার অবস্থা তো দেখছি খুবই খারাপ।’
এ কথা বলে চিকিৎসক চিকিৎসাপত্রে কিছু ওষুধের নামসহ লিখে দিলেন, ‘প্রতিদিন একটা ওষুধ ঘুমোনোর পর খাবেন, আর একটা খাবেন ঘুম ভাঙার আগে।’

> আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। 
বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান… বাঁয়ে যান… হুঁ, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!

> বউ- আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কী করবে?
 স্বামী- আমি পাগল হয়ে যাব। 
স্ত্রী- মানে তুমি দ্বিতীয় বিয়ে করবে না? 
স্বামী- পাগল যা  কিছু করতে পারে।

> টিটু- স্টেশনে যেতে কত টাকা লাগবে?
 রিকশাওয়ালা - ৫০
টিটু - ২০ নাও... 
রিকশাওয়ালা - ২০ তে কে নেবে? 
টিটু- তুমি পিছনে বসো, আমি তোমাকে নিয়ে যাব।

> মিঙ্কি- মা, জীবনে এগিয়ে যেতে কী করতে হবে? 
মা (রেগে গিয়ে) - পাথর নাও, সবার আগে মোবাইলটা ভাঙো।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement