Advertisement

Christmas Special Jokes: বড়দিনের স্পেশাল মজার JOKES, পড়লেই হাসবেন!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Christmas Special JokesChristmas Special Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 6:31 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।


> দুই ভাই ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করছে। প্রার্থনার সময় হুট করেই ছোট ভাই খুব জোরে চিল্লিয়ে বলা শুরু করলো, আমি ক্রিসমাসে একটা বাইসাইকেল চাই, একটা পিএস-৫ চাই বা একটা ভিসিআর। তখন বড়ভাই বিরক্ত হয়ে বললো, 'এত জোরে বলার কী আছে? গড কী কানে কম শুনতে পায় নাকি?'
'না। কিন্তু দাদু তো কানে কমই শোনে', ছোটভাই উত্তর দিল।

> এক ছেলে তার বাবাকে প্রতি ক্রিসমাসে ক্রিসমাস ট্রি এনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু কিপটে বাবা খরচ করতে হবে বলে কিনে দেয় না। এবার ছেলের ঘ্যানঘ্যান শুনে তিনি বাধ্য হয়ে কুঠার নিয়ে গেল গাছ কেটে আনতে। কিছুক্ষণের মধ্যেই বাবা ক্রিসমাস ট্রি নিয়ে এলে ছেলে জিজ্ঞেস করে তিনি কীভাবে এত তাড়াতাড়ি গাছটা কেটে আনলেন। বাবা বললেন, 'আমি তো গাছটা দোকান থেকে এনেছি।' তাহলে কুঠারটা কেন নিয়ে গেল জিজ্ঞেস করায় বাবা উত্তর দিল, 'ওহ, ওটা নিয়ে গেছি যাতে দোকানে টাকা দিতে না হয়।'

> এক লোক তার স্ত্রীকে ক্রিসমাস উপলক্ষ্যে খুব সুন্দর ও দামি দেখতে একটি ডায়মন্ডের আংটি উপহার দিল। উপহারের কথা শুনে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো, 'তোমার স্ত্রী তো শুনেছি গাড়ি উপহার চেয়েছিল। আংটি দিলে যে?' লোকটি বললো, 'তা সে চেয়েছে। কিন্তু আমি নকল গাড়ি এখন কোথায় পাবো?'

 > ছোট্ট অ্যালেনের বাবা-মা তার জন্য উপহার কিনে ওপরে লিখে দিল, 'স্যান্টার পক্ষ থেকে ছোট্ট অ্যালেনের জন্য উপহার।' সেও খুশিমনে স্যান্টার থেকে পাওয়া সকল ক্রিসমাস গিফট একে একে খুললো। কিন্তু এরপর তার বাবা-মা দেখলো সে কেন যেন মনমরা হয়ে আছে। কী হয়েছে জিজ্ঞেস করায় অ্যালেন বললো, 'আমাকে শুধু স্যান্টাই উপহার দিল। তোমরা তো দিলে না!'

Advertisement

> এক বাবা তার ছেলেকে নিয়ে খেলনার দোকানে যায়। তিনি দোকানে ঢুকে একটা ট্রেন সেট দেখে বলেন, 'ইশ! কী সুন্দর খেলনা ট্রেন সেট। আমি এটা নিতে চাই।' দোকানি তার ছেলেকে দেখিয়ে হেসে বলেন, 'হ্যাঁ, নিয়ে যান। আপনার ছেলের এই খেলনা খুব পছন্দ হবে।' তখন ছেলেটির বাবা একটু থতমত খেয়ে বললো, 'হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে বরং আমাকে দুই সেট দিয়ে দিন।'

 > বিচারক এক আসামীকে জিজ্ঞেস করলেন, 'তুমি কী অপরাধ করেছো?'
আসামী বললো, 'আমি ক্রিসমাসের কেনাকাটা বেশি আগে শুরু করে দিয়েছিলাম আর সেটাই ছিল আমার অপরাধ।'
বিচারক অবাক হয়ে বললো যে এটা তো কোনো অপরাধ হতে পারে না। তুমি কত আগে কেনাকাটা শুরু করেছিলে?
আসামী জানালো, 'দোকান খোলার আগেই।'

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement