Advertisement

JOKES: নারী সম্পর্কে পুরুষ যা জানেন! পড়ুন দমফাটা হাসির JOKES

Viral Jokes In Bengali: আপনি যখন খুশি এবং টেনশন মুক্ত থাকেন, তখন আপনার মুখ উজ্জ্বল হয়। হালকা হাসি কারো সৌন্দর্য বাড়িয়ে দেয়। সেজন্যই হাসি সব দিক দিয়েই প্রয়োজনীয় এবং উপকারী। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জোকসের ভান্ডার, যা পড়লে আপনি হাসবেন।

JOKESJOKES
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 6:24 PM IST

Jokes: হাসি-ঠাট্টা সহ ইতিবাচক পরিবেশে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য। মানসিক চাপ থেকে মুক্তি পেতে হাসি লাইফস্টাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে খুশি রাখতে, আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মজার জোকস নিয়ে এসেছি, যা পড়লে আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠবে।

> এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হল। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—
মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?
মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’

> ক্লাসের মধ্যে ইতিহাসের শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বলতে পার, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
অমল: আমি বলব স্যার?
শিক্ষক: বলো।
অমল: পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই স্যার।

> দুজন বন্ধু, এখন তারা বয়সের ভারে নয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে—
১ম বন্ধু: আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।

> বাবা ছেলের ওপর রেগে গিয়ে বললেম- তুই একটা কাজও ঠিকমতো করিস না, তোকে পুদিনা আনতে বলেছিলে আর এই ধনেপাতা  আনলি, তোর মতো বোকাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত।
 ছেলে- বাবা চলো একসাথে যাই।
 বাবা- কেন? 
ছেলে- মা বলছিল এটা মেথি।

> কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে... বলো তোমার শেষ ইচ্ছা কী? 
বন্দি- আমি তরমুজ খেতে চাই। 
জেলর: কিন্তু এটা তরমুজের মরশুম নয়। 
বন্দি - কোন সমস্যা নেই, আমি অপেক্ষা করব।

> স্ত্রী- আরে, তোমার মাথা থেকে রক্ত ​​বের হচ্ছে কেন? 
স্বামী- আমার এক বন্ধু আমাকে ইট দিয়ে আঘাত করেছে।
 স্ত্রী- তুমিও মারতে, তোমার হাতে কিছু ছিল না? 
স্বামী- ছিল তো, ওর স্ত্রীর হাত।
 তারপর আর কী, স্ত্রীও মাথায় দুটি ইট মেরেছে। এখন বেচারা স্বামী হাসপাতালে ভর্তি।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Read more!
Advertisement
Advertisement