উত্তর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে আহিরীটোলা সার্বজনীন অন্যতম। এই বছর ৮১ তম বছরে পদার্পণ তাঁদের।
গুজরাতের মোদেরার সূর্যমন্দিরের আদলে তৈরী হয়েছে এই বছরে আহিরীটোলা সার্বজনীনের পুজো মণ্ডপ। সূর্যকে মনে করা হয় শক্তির প্রতীক। মা দুর্গা বিরাজ করছেন এই সূর্য মন্দিরের মধ্যে। বসুন্ধরা থেকে অতিমারী পরিস্থিতির অন্ত হবে দেবী দুর্গার এই শক্তি দিয়ে।
প্রায় ১.৫ মাস ধরে তৈরি হয়েছে এই মন্ডপ। অন্যান্য বছর অন্তত ছয় মাস ধরে প্রস্তুতি নেওয়া হয় পুজোর আগে। কিন্তু এই বছরের করোনা পরিস্থিতি সেই প্রস্তুতিতে বাধ টেনেছে।
প্লাস্টার অফ প্যারিস, বাঁশ ও তন্তু দিয়ে তৈরি হয়েছে এই বছরের আহিরীটোলা সার্বজনীনের পুজো মন্ডপ।
গত ১৪ অক্টোবর বিকালে আহিরীটোলা সার্বজনীনের পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।