Advertisement

কলকাতা

Asani Update Bengal Weather Rain : 'অশনি'-র জেরে লাগাতার বৃষ্টি, কোন কোন জেলায় ও কত দিন ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2022,
  • Updated 3:19 PM IST
  • 1/8

শক্তি হারিয়েছে অশনি। অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে তা যাওয়ার সময়ই শক্তি হারিয়েছে। যার প্রভাব পড়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়। 
 

  • 2/8

তবে বঙ্গে অশনির জেরে ঝড় হয়নি। বরং বৃষ্টি হয়েছে সকাল থেকে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। 

  • 3/8

দক্ষিণবঙ্গের জেলা ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে অশনি। তারপর উত্তর-পশ্চিম দিকে যাবে। 

  • 4/8

 বৃহস্পতিবার সকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সম্ভাবনা রয়েছে। আর তার জেরে ফের বৃষ্টি হতে পারে বঙ্গে। শুধু বাংলা নয়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও দফায় দফায় ভারী ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 5/8

হাওয়া অফিস জানিয়েছে, আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হবে। হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 6/8

আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে সমুদ্র উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। 

  • 7/8

এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুরেও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

  • 8/8

তবে কদিন এই বৃষ্টি হবে তা নিয়ে কোনও পূর্বাভাস এখনও জারি করা হয়নি। কাল যদি ফের নিম্নচাপ দানা বাঁধে তাহলে বঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।  
 

Advertisement
Advertisement