কালীপুজোর আগে রাজ্যে কোভিড বিধি নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য। শর্তসাপেক্ষে লোকাল পরিষেবা পুনরায় শুরু করার সবুজ সংকেত দেওয়ার পাশাপাশি সিনেমা হল, রেস্টুরেন্ট নিয়েও নির্দেশিকা দিল নবান্ন। (সব ছবি ফাইল)
৫০ শতাংশ যাত্রী নিয়ে এবার চলবে পারবে লোকাল ট্রেন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লোকাল ট্রেন পুরোদমে চালু না হওয়ায় প্রবল সমস্যায় পড়েছিলেন লাখ লাখ নিত্যযাত্রী। এবার লোকাল ট্রেন চালু হওয়ায় সেই সমস্যা কিছুটা মিটতে পারে বলে আশাবাদী রেলকর্তারা।
১৬ তারিখ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত স্কুলের ক্লাস শুরু হবে। প্রতিটি স্কুলে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের কোভিড গাইডলাইন মানতে হবে।
জরুরি বিভাগের মধ্যে পড়ে না এমন সরকারি দফতর এবার থেকে ৫০ শতাংশ কর্মী অফিসে আনতে পারবেন।
অন্যদিকে, জরুরি বিভাগের মধ্যে পড়ে এমন অফিসগুলির ক্ষেত্রে ১০০ শতাংশ কর্মীদের আসতে হবে।
সিনেমা হল, থিয়েটার, সদন, মঞ্চ, অডিটোরিয়া, স্টেডিয়াম, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্টুরেন্ট, স্পা এবং জিম ৭০ শতাংশ গ্রাহক কিংবা দর্শক নিয়ে খুলতে পারবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলি ৭০ শতাংশ পড়ুয়া নিয়ে খুলতে পারবে।
রেস্টুরেন্ট ও বার সিট অনুযায়ী ৭০ শতাংশ গ্রাহক নিয়ে খুলতে পারবে রাত ১১টার আগে পর্যন্ত।
সামাজিক জমায়েত, বিয়ে, সিনেমার শুটিং, টিভি রেকর্ড কিংবা এমন কিছুর ক্ষেত্রে সংশ্লিষ্ট হলের মধ্যে ৭০ শতাংশ মানুষকে আনতে পারবে।
কালীপুজো ও ছটপুজোর সময়ে রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। দিওয়ালি ও কালীপুজো অর্থাৎ ২রা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাতে যাতায়াত এবং গাড়ি চলাচলের ক্ষেত্র কোনও নিয়ম লাঘু থাকছে না।
১০ ও ১১ তারিখ ছট পুজোর ক্ষেত্রেও একই নিয়ম থাকছে। তবে বাকি দিনগুলিতে রাতে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগের নিয়মই বহাল থাকবে।