Advertisement

কলকাতা

West Bengal Weather : 'ভাসিয়ে দিতে পারে বর্ষা', আগামী ৭২ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2022,
  • Updated 2:18 PM IST
  • 1/8

গতবার ৮  জুন কেরলে বৃষ্টি হয়েছিল এবং ২০ জুন কলকাতায় বর্ষার আগমন দেখা গিয়েছিল। ২০০৫ সালে, কলকাতায় বর্ষা হয়েছিল ২১ জুন।

  • 2/8

গতকালই দক্ষিণবঙ্গ ও কলকাতায় বর্ষার বৃষ্টি হয়েছে। কলকাতায় হাল্কা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালো বৃষ্টি হয়েছে। যদিও পূর্বাভাস আগে থেকেই ছিল হাওয়া অফিসের। 

  • 3/8

গতকাল রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৬.৮ মি.মি। আগামী ৭২ ঘণ্টাতেও হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে সেখানে। 

  • 4/8

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। গতকাল দুই ২৪ পরগনা, হাওয়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টাতেও ওই জেলাগুলিতেও একই রকম বৃষ্টি হবে। 

  • 5/8

তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামি সপ্তাহে দক্ষিণবঙ্গ ও কলকাতায় ব্যাপক বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু করেছে। 

  • 6/8

এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে।

  • 7/8

হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গজুড়ে এমনিতেই ভারী বর্ষণ শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ৩০-৪০ কিমি/ঘন্টা বেগে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। 

  • 8/8

প্রসঙ্গত, এই বছর কেরলে আগেই বর্ষা এসে পৌঁছেছিল। বাংলাতেও তাড়াতাড়ি শুরু হওয়ার আশা জাগিয়েছিল। ২০১৮ সালে, কেরালে ২৯ মে বর্ষা আসে।  

Advertisement
Advertisement