গতবার ৮ জুন কেরলে বৃষ্টি হয়েছিল এবং ২০ জুন কলকাতায় বর্ষার আগমন দেখা গিয়েছিল। ২০০৫ সালে, কলকাতায় বর্ষা হয়েছিল ২১ জুন।
গতকালই দক্ষিণবঙ্গ ও কলকাতায় বর্ষার বৃষ্টি হয়েছে। কলকাতায় হাল্কা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালো বৃষ্টি হয়েছে। যদিও পূর্বাভাস আগে থেকেই ছিল হাওয়া অফিসের।
গতকাল রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৬.৮ মি.মি। আগামী ৭২ ঘণ্টাতেও হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে সেখানে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। গতকাল দুই ২৪ পরগনা, হাওয়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টাতেও ওই জেলাগুলিতেও একই রকম বৃষ্টি হবে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামি সপ্তাহে দক্ষিণবঙ্গ ও কলকাতায় ব্যাপক বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু করেছে।
এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গজুড়ে এমনিতেই ভারী বর্ষণ শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ৩০-৪০ কিমি/ঘন্টা বেগে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, এই বছর কেরলে আগেই বর্ষা এসে পৌঁছেছিল। বাংলাতেও তাড়াতাড়ি শুরু হওয়ার আশা জাগিয়েছিল। ২০১৮ সালে, কেরালে ২৯ মে বর্ষা আসে।