দক্ষিণবঙ্গে শনিবার প্রবেশ করেছে বর্ষা। পশ্চিমের কয়েকটি জেলায় বাকি ছিল। আজ, রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস।
শুধু ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জায়গায় চলে এসেছে বর্ষা।
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎও হতে পারে।
তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগের চেয়ে গরম অনেকটা কমেছে।
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ৫ দিনে। হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।
দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সোমবার কলকাতায় একটু বেশিই বৃষ্টি হবে। দু-এক জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের দু-এক জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, ২১ তারিখ থেকে উত্তর বঙ্গে খানিকটা কমবে বৃষ্টিপাত।