Advertisement

কলকাতা

কাল ভোট, আজ জলে ভাসছে ভবানীপুর! রেনকোট দিচ্ছে কমিশন

তপন কুমার নস্কর
  • কলকাতা ,
  • 29 Sep 2021,
  • Updated 2:05 PM IST
  • 1/8

আগামী কাল নির্বাচন। তার আগেই বুধবার দিনভর বৃষ্টিতে ভবানীপুরে একাধিক এলাকা জলমগ্ন। ফলে প্রবল বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

  • 2/8

রাত পোহালেই ভবানীপুরে উপনির্বাচন। 'হাইভোল্টেজ' ভোট ভবানীপুরে  প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। এই অবস্থায় তাই সবরকম প্রস্তুতি বাড়িয়ে তুমুল তৎপর নির্বাচন কমিশন।

  • 3/8

ইতিমধ্যেই দুর্যোগের জন্য কয়েক দফা ব্যবস্থা নিল নির্বাচন কমিশন।ইভিএম মেশিনকে নিরাপদ রাখার জন্য ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ দেওয়া হবে। 

  • 4/8

যাতে ইভিএম মেশিন জলে না ভিজে যায়। প্রত্যেক ভোট কর্মীকে দেওয়া হচ্ছে রেনকোট। প্রত্যেকটি বুথে সেডের ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টিকে মাথায় রেখে। 

  • 5/8

ডিসি আরসি সেন্টার থেকে যাতে ভোট কর্মীরা নিরাপদে ভোট এর যাবতীয় সামগ্রী নিয়ে যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা কমিশনের। 

  • 6/8

এই প্রথম ভোট কর্মীদের দিয়ে দেওয়া হচ্ছে রেনকোট। যে জায়গাগুলিতে জল জমে সেই জায়গাগুলো ইতিমধ্যেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন কেএমসি সঙ্গে যৌথ পরিদর্শনের মাধ্যমে।

  • 7/8

সেই জায়গাগুলিতে সব সময় থাকবে পাম্প জল বের করার জন্য। এর জন্য কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। 

  • 8/8

বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি বোটের ব্যবস্থা রাখছে যাতে তিন ফুটের উপর জল জমলে এই বোটগুলি ব্যবহার করা যাবে।

Advertisement
Advertisement