Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: কাল থেকেই আবহাওয়ার উন্নতি? রিপোর্টে যা বলছে IMD

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2021,
  • Updated 4:49 PM IST
  • 1/11

ঘর্ণাবর্ত হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে বুধবার সারাদিনই বৃষ্টি চলবে, স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/11

আজ সকাল থেকেই কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে লাগামহীন ভাবে। শহর এবং শহরতলীতেও কার্যত একই ছবি। নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে।
 

  • 3/11

ইতিমধ্যে কলকাতা শহরের  বহু অংশে জল জমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বুধবার সারাদিন দুর্যোগ চলছে। কলকাতা সহ বিস্তীর্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাবে।
 

  • 4/11

রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবারে গিত ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের  হলদিয়া এবং মোহনপুরে। 
 

  • 5/11

ভারী বৃষ্টির সতর্কতা হিসেবে আজকের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। 

  • 6/11


রাজ্যের পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। এই তিন জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা।
 

  • 7/11

হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূম জেলার জন্য।
 

  • 8/11

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতার কারণে হলুদ সতর্কতা থাকবে। বাকি জেলাগুলির জন্য কোনও সতর্কতা দেয়নি আবহাওয়া দফতর। 
 

  • 9/11

উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে ঘণ্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার। যা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত থাকবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

  • 10/11

এদিকে গভীর নিম্নচাপের  ফলে রাতভর অতিবৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা।  আবহাওয়া দফতরের  খবর অনুযায়ী, এই দুর্যোগ আরো তিন-চার ঘণ্টা চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। 

 

  • 11/11

আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে।  আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ধীরে ধীরে নিম্নচাপ সরে যাবে এবং আবহাওয়ার উন্নতি হবে। তবে আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, বর্ষা যেহেতু রয়েছে তাই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

Advertisement
Advertisement