ভবানীপুরে উপনির্বাচনে বিরাট ব্যবধানে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
বাকি দুই আসনেও জয়ের মুখে তৃণমূল প্রার্থীরা। সেই খবর দেখার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
ভবানীপুরে সবুজ আবির নিয়ে জড়ো হন তৃণমূল কর্মীরা।
বাজি ফাটিয়ে, মিষ্টি খাইয়ে চলে উচ্ছ্বাস। পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তৃণমূল কর্মীরা।
এদিন ভেঁপু বাজাতে দেখা যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। সবুজ আবির মেখে উচ্ছ্বাসে সামিল হন তিনি।
খেলা হবে গানের তালে নাচতেও দেখা যায় তৃণমূল কর্মীদের।
উচ্ছ্বাসের পাশাপাশি স্লোগানেও মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
বিভিন্ন জায়গা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা।
শুধু কলকাতা নয়, জেলাতেও এদিন তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আসানসোল, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।