Advertisement

কলকাতা

Cyclone : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ভুলেও এই জিনিসগুলো করবেন না, তাহলেই বিপদ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2021,
  • Updated 8:52 AM IST
  • 1/11

তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই সময়ে সাধারণের কী কী করা উচিত, আর কী কী না করা উচিত। NDMA India তরফ থেকে এ বিষয়ে ট্যুইট করা হয়েছে। (সব ছবি প্রতীকী)
 

  • 2/11

ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। নিজে সতর্ক থাকুন এবং বাকিদেরকেও সাবধানে রাখুন। 

  • 3/11

আপনার বাড়িতে মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখুন। কারণ ঝড় এলে কারেন্ট চলে যেতে পারে। ফলে জরুরি কিছুর জন্য মোবাইল কিংবা ট্যাবের প্রয়োজন হতে পারে।

  • 4/11

কারোর কথায় না কান দিয়ে টিভি চ্যানেলে নজর রাখুন। সেখানে আবহাওয়ার খবরগুলো মন দিয়ে শুনুন। 

  • 5/11

আপনার বাড়ি যদি কোনও উপকূলীয় এলাকায় হয় কিংবা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে অতি দ্রুত বাড়ির গুরুত্বপূর্ণ নথি ও দরকারি সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখুন 
 

  • 6/11

নিরাপদ স্থানে নিজে রাখুন। এই সময়ে লাইটপোস্টের নিচে কিংবা গাছের তলায় না যাওয়াই ভালো। 
 

  • 7/11

আপনার বাড়ির পোষ্য কিংবা পাড়ার কুকুর-বিড়াল কিংবা অন্যান্য প্রাণী নিরাপদ স্থানে রয়েছে কিনা সেই দিকেও খেয়াল রাখুন। এই বিষয়ে আপনি আপনার এলাকার আরও কয়েকজনকে সঙ্গে নিতে পারেন। 

  • 8/11

ঝড়-বৃষ্টির সময় বাড়ির সমস্ত সুইচ অফ রাখুন। এই সময়ে রান্নার গ্যাস না জ্বালানোই ভালো। ঘরের সমস্ত দরজা-জানলা বন্ধ রাখুন। 
 

  • 9/11

যদি আপনার মনে হয় আপনার বাড়ির নিরাপদ জায়গায় নয়, তাহলে অতি দ্রুত মায়া ত্যাগ করে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আসুন। আত্মীয়ের বাড়ি কিংবা সরকারি ত্রাণ শিবিরে সাময়িক আশ্রয় নিন।

  • 10/11

এই সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম গুজব ছড়ায়। সেই দিকে কান না দিয়ে সরকারি তথ্য যা বলছে সেই দিকে নজর রাখুন। 

  • 11/11

ভুলেও এই সময়ে কোনও নির্মীয়মাণ ভবনের তলায় কিংবা ভিতরে প্রবেশ করবেন না। 
 

Advertisement
Advertisement