Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে বেজায় চিন্তিত সবাই। এ রাজ্যে তার কটা প্রভাব তা জানার আগ্রহ প্রবল। কারণ ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক, ধ্বংস। আগে থেকে জানা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই রোখা যায়।
আরও পড়ুন: এই ভাবে কানের ময়লা বের করেন? পর্দা ফাটতে পারে যে কোনও মুহূর্তে!
ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসগরের পুরী থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে। প্রথম ৬ ঘণ্টায় উত্তর দিকে যাবে। তারপরে উত্তর-পুর্ব দিকে যাবে ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ৫ ডিসেম্বর পুরী উপকূলে পৌঁছবে। তারপর পশ্চিমবঙ্গ উপকূল যাবে।
আরও পড়ুন: আবার ফালাকাটা! ওড়নার ফাঁস দিয়ে ছাত্রীকে কুঁয়োয় ফেলে খুনের অভিযোগ
পশ্চিমবঙ্গে আর এ ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না। শুধু আজ, শনিবার রাত থেকে ৫ ডিসেম্বর, রবিবাব বিকেলে উপকূলের জেলাতে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়া বইবে।
আরও পড়ুন: 'এতদিনে মনে পড়ল!' শাহরুখের পাশে দাঁড়ানো নিয়ে মমতাকে তোপ নেটিজেনদের
শনিবার রাত থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। কাল, রবিবার দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি কলকাতা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।
মৎস্যজীবীদের ৬ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। ৬ তারিখ বিকেল থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সামুদ্রিক ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার সকাল সাড়ে ৮টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ১৬.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপর অবস্থান করছে।
এটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে প্রায় ২১০ কিলোমিটার দূরে।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, শনিবার ঘুর্ণিঝড়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা হুগলি জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেক মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়ায় দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভবনা রয়েছে।