দুর্গাপুজোয় বাকি মণ্ডপগুলো কার্যত টেক্কা দিয়েছে শ্রীভূমি স্পোটিং ক্লাব। ইতিমধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মণ্ডপ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মণ্ডপের ছবি খুব ভাইরাল হয়েছে। (এই ছবিটি তুলেছেন অরিত্র কুণ্ডু)
এবার এই ক্লাবের থিম বুর্জ খলিফা। সেই ছবি সোশ্যাল মিডিয়ার ছড়াতেই চর্চা শুরু হয়েছে মণ্ডপটি নিয়ে। (ছবি সৌজন্যে-ফেসবুক)
সল্টলেকের এই বহুল প্রচারিত পুজো মূল উদ্যোক্তা ক্লাব কর্তা তথা দমকল মন্ত্রী সুজিত বসু। (ছবি সৌজন্যে-ফেসবুক)
থিমের পাশাপাশি আলোকসজ্জাও নজর কেড়েছে এই মণ্ডপের। (ছবি সৌজন্যে-ফেসবুক)
জানা গিয়েছে, শ্রীভূমির দুর্গা ঠাকুরকে ২০ কোটি টাকার গয়নায় সাজানো হয়েছে। (ছবি সৌজন্যে-ফেসবুক)
মহালয়ার থেকেই কার্যত শ্রীভূমি মণ্ডপ চত্বরে ভিড় উপচে পড়েছে। (ছবি সৌজন্যে-ফেসবুক)
ফলে আন্দাজ করা যাচ্ছে, আগামী কয়েকদিন কেমন ভিড় হতে চলেছে এই ক্লাবে। (ছবি সৌজন্যে-ফেসবুক)
ভিড় সামলাতে প্রচুর ভলেন্টিয়ারের সঙ্গে পুলিশও মোতায়েন করা হয়েছে। (ছবি সৌজন্যে-ফেসবুক)
প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে থিম তৈরি করে কার্যত তাক লাগিয়ে দেয় শ্রীভূমি। (ছবি সৌজন্যে-ফেসবুক)
২০২০ সালে এই ক্লাবের থিম ছিল কেদারনাথ মন্দির। (ছবি সৌজন্যে-ফেসবুক)