Advertisement

মনোরঞ্জন

Hiran Chatterjee: হঠাত্‍ বিয়ে করলেন BJP-র হিরণ, বারাণসীতে মালাবদল হয়ে গেল, পাত্রী কে? সব ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 Jan 2026,
  • Updated 5:27 PM IST
  • 1/13

দ্বিতীয়বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করেছেন হিরণ।
 

  • 2/13

গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা ধুতি এবং নববধূর পরনে বেনারসী শাড়ি, সোনার গয়না ও গলায় ফুলের মালা। 

  • 3/13

বারাণসীর কাশীতে গঙ্গার ঘাটে বসেই বিয়ে সারলেন হিরণ। 
 

  • 4/13

সাত পাকে ঘোরা থেকে শুরু করে সিঁদুর পরানো, একেবারে হিন্দু রীতি মেনেই বিয়ে সারেন হিরণ। 
 

  • 5/13

বিয়ের পর নববধূর সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন বিজেপি বিধায়ক। 
 

  • 6/13

বিয়ের পর হিরণকে প্রণাম করতেও দেখা যায় বিধায়কের সদ্য বিবাহিত স্ত্রীকে। 
 

  • 7/13

মালা বদল, মঙ্গলসূত্র পরানো এই রীতিগুলো পালন করা হয়। 
 

  • 8/13

হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। তিনি  ২০২২ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। 
 

  • 9/13

এছাড়াও ঋতিকা ২০১৯ সালের মিস্ট ইস্ট ইন্ডিয়াও হয়েছিলেন। যোগাতে তিনি স্বর্ণ পদক জয়ী।    
 

  • 10/13

হিরণ ও ঋতিকার আলাপ কীভাবে হল তা জানা না গেলেও, হঠাৎ করে তাঁদের এই বিযের ছবি হইচই ফেলেছে নেট দুনিয়ায়। 

  • 11/13

হিরণ ও ঋতিকার বিয়ের ছবিতে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

  • 12/13

হিরণের এটা দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে, যদিও সেই খবর প্রকাশ্যে আসেনি। 
 

  • 13/13

হিরণ ও অনিন্দিতার একটি মেয়েও রয়েছে, যদিও মেয়ের সঙ্গে নাকি এখন কোনও সম্পর্ক নেই হিরণের। ছবি সৌজন্যে: হিরণের ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement