Advertisement

কলকাতা

Durga Puja 2021 : COVID-সঙ্কটে অক্সিজেনের 'আশ্বাস' তেলেঙ্গাবাগানের পুজোয়

অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 10 Oct 2021,
  • Updated 10:50 PM IST
  • 1/15

Durga Puja 2021: একটা জীবাণু বদলে দিয়েছে মানব সভ্যতার ইতিহাস। নিঃসন্দেহে এ কথা বলা যায়।

  • 2/15

শুরু হয়েছে গত প্রায় দু'বছর ধরে। যার দাপটে অতিষ্ঠ তামাম দুনিয়ার মানুষ। তার নাম করোনা (Corona)। সব জায়গায় ছাপ ফেলেছে সেটি।

  • 3/15

তার ঠেলায় যেমন স্কুল-কলেজের লেখাপড়া লাটে উঠেছে তেমনই অফিস, ব্যবসাদার-দোকানদার তীব্র সমস্যায় পড়েছে। তবে সে রয়েছে বহাল তবিয়তে।

  • 4/15

করোনা (Corona) সংক্রমণ ঠেকাতে অনেক বিধিনিষেধ তৈরি করা হচ্ছে। করা হয়েছে। কখনও মানুষ মানছেন। আবার কখনও তার না মানার অভিযোগও উঠেছে।

  • 5/15

সব মিলিয়ে আমাদের জীবন এখন করোনাময় হয়ে উঠেছে, এ কথা বললে ভুল বলা হবে না। তারই ছাপ পড়েছে কলকাতার দুর্গাপুজা (Durga Puja)-তেও।

  • 6/15

সেখানেও করোনার বিধিনিষেধ বলবৎ রয়েছে। তেমনই থিমেও উঠে এসেছে করোনা এবং সেই সম্পর্কিত বিভিন্ন ব্যাপার। 

  • 7/15

তেমনই একটা ছবি ধরা পড়ল তেলেঙ্গাবাগান (Telengabagan)-এর পুজোয়। সেখানে থিম 'আশ্বাস'।

  • 8/15

 আশ্বাস বলতে করোনা (Corona)-র বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা দেশে তছনছ পাকিয়ে দিয়েছিল।

  • 9/15

অসংখ্য মানুষ মারা গিয়েছিলেন। এ কথা সকলেরই জানা। আর করোনা দ্বিতীয় ঢেউয়ের ফলে মানুষের বেঁচে থাকার রসদ হিসেবে অক্সিজেন (Oxygen) খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তবে চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল।

  • 10/15

সরকার যদিও উদ্যোগ নিয়েছিল অক্সিজেন (Oxygen)-এর উৎপাদন বাড়ানোর। কিন্তু ততক্ষণে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন।

  • 11/15

আর তাই অক্সিজেন, অক্সিজেন (Oxygen) প্ল্যান্ট তাদের পুজোর ভাবনা। অক্সিজেন যেমন জরুরি হয়ে উঠেছিল, সে কথাই ফের তুলে ধরা হবে।

  • 12/15

যেন আশ্বাস দেওয়া হবে অক্সিজেন (Oxygen)-এর কোনও অভাব নেই। অক্সিজেনের কোন অভাব হবে না মানুষের শরীর খারাপ হলে। সে সময় তাঁরা প্রয়োজনীয় অক্সিজেন পাবেন।

  • 13/15

গোটা এলাকা অক্সিজেন (Oxygen) প্ল্যান্ট! তৈরি হচ্ছে অক্সিজেন। কী করে তৈরি হয়, তা দেখানো হচ্ছে। মণ্ডপ ঘুরে দেখে মানুষ আশ্বাস পাবেন যেন।

  • 14/15

এবার তাদের (Telengabagan) পুজো ৫৬ বছরে পড়ল। মণ্ডপ তৈরির পরিকল্পনা অভিজিৎ ঘটকের। প্রতিমা তৈরি করেছেন শিল্পী প্রদীপরুদ্র পাল।

  • 15/15

দেবী দুর্গার আবাহনে মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা।

Advertisement
Advertisement