Advertisement

পশ্চিমবঙ্গ

Durga Puja Weather Forecast: আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি, জানুন ষষ্ঠীর আবহাওয়া

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2021,
  • Updated 5:24 PM IST
  • 1/8


পঞ্চমীর সকাল থেকেই নিম্নচাপের ভ্রুকূটি, ফলে পুজোর দিনগুলিতে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 

  • 2/8

আজ থেকে রাজ্যে বর্ষা বিদায়ের কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে বাংলায়। 

  • 3/8

এই পরিস্থিতিতে হাওয়া অফিস বলছে ষষ্ঠী ও  সপ্তমী আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জায়গায়।

  • 4/8

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে পঞ্চমীর  বিকেলে আর কিছুক্ষণের মধ্য়ে বজ্র বিদ্যুৎসহ  ঝড়-বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার কিছু অংশে। 

  • 5/8

এদিকে পঞ্চমীর সকালেই ভিজেছে মহানগর। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও  মুষলধারায় বৃষ্টি হয়েছে। 
 

  • 6/8

হাওয়া অফিস বলছে, ১৩ অক্টোবর অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে। তাই  ঠাকুর দেখার পক্ষে পঞ্চমী, ষষ্ঠী , সপ্তমী ভালো সময়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই তিন দিনে সেভাবে কোনও পরিবর্তন হবে না।
 

  • 7/8

তবে ১৩ অক্টোবর অষ্টমী থেকে প্রবল বর্ষণের আশঙ্কা রয়ে যাচ্ছে।  নবমী , দশমীতেও চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা , হুগলি, কলকাতা, হাওড়া অষ্টমী থেকেই প্রবল বর্ষণে ভিজতে পারে। বর্ষণের পরিমাণ বাড়তে পারে নবমী-দশমীতে।

  • 8/8

এদিকে  আগামী ২৪ ঘণ্টার উত্তরবঙ্গ কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে , বর্ষণের হাত থেকে একেবারেই নিস্তার পাচ্ছে না উত্তরবঙ্গ। হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি হতে পার। বাকি জেলাগুলি থাকবে শুষ্ক। ফলে উত্তরবঙ্গে  ঠাকুর দেখার আনন্দে সেভাব জল ঢালতে পারবে না আবহাওয়া।
 

Advertisement
Advertisement