পঞ্চমীর সকাল থেকেই নিম্নচাপের ভ্রুকূটি, ফলে পুজোর দিনগুলিতে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আজ থেকে রাজ্যে বর্ষা বিদায়ের কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে বাংলায়।
এই পরিস্থিতিতে হাওয়া অফিস বলছে ষষ্ঠী ও সপ্তমী আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জায়গায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে পঞ্চমীর বিকেলে আর কিছুক্ষণের মধ্য়ে বজ্র বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার কিছু অংশে।
এদিকে পঞ্চমীর সকালেই ভিজেছে মহানগর। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও মুষলধারায় বৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস বলছে, ১৩ অক্টোবর অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে। তাই ঠাকুর দেখার পক্ষে পঞ্চমী, ষষ্ঠী , সপ্তমী ভালো সময়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই তিন দিনে সেভাবে কোনও পরিবর্তন হবে না।
তবে ১৩ অক্টোবর অষ্টমী থেকে প্রবল বর্ষণের আশঙ্কা রয়ে যাচ্ছে। নবমী , দশমীতেও চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা , হুগলি, কলকাতা, হাওড়া অষ্টমী থেকেই প্রবল বর্ষণে ভিজতে পারে। বর্ষণের পরিমাণ বাড়তে পারে নবমী-দশমীতে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার উত্তরবঙ্গ কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে , বর্ষণের হাত থেকে একেবারেই নিস্তার পাচ্ছে না উত্তরবঙ্গ। হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি হতে পার। বাকি জেলাগুলি থাকবে শুষ্ক। ফলে উত্তরবঙ্গে ঠাকুর দেখার আনন্দে সেভাব জল ঢালতে পারবে না আবহাওয়া।