নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA) উদ্যোগে ২০২১-এর শেষে চালু হয় এই অভিনব ট্রাম-রেস্তরাঁটি। কলকাতার ঐতিহ্যের ট্রাম আর এখানকার মানুষের পছন্দের একাধিক স্ট্রিট ফুডের এক অভাবনীয় মিশেলে এই রেস্তরাঁ হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।
ট্রাম-রেস্তরাঁর চারপাশে ধাতব খুঁটির সঙ্গে ঝুলথে সিনেমা, সার্কাসের পোস্টার। ট্রামের পা-দানিতে পা রেখে রেস্তরাঁর ভিতরে ঢুকলেই দু’পাশে ছোট টেবিলের মুখোমুখি বসার জায়গা চোখে পড়বে।
একেকটা টেবিলে মোট ৪ জন করে বসতে পারবেন। ট্রামের ভিতরের এই রেস্তরাঁয় একসঙ্গে মোট ২০ জনের বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এক কথায়, মুখরোচক আড্ডার সেরা ঠিকানা নিউটাউনের এই ট্রাম-রেস্তরাঁটি।
নুডলস, পাও-ভাজি, ছোলা বাটুরা থেকে শুরু করে নানা স্বাদের কাবাব আর রোল পাওয়া যাচ্ছে এই ট্রাম-রেস্তরাঁয়। গত বছরের শেষের দিনে এই ট্রাম-রেস্তরাঁটির উদ্বোধন করে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)।
ইকো পার্কের ২ নম্বর গেটের বিপরীতে রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। এই ওয়াক্স মিউজিয়ামের ঠিক সামনেই রেয়েছে রেস্তরাঁটি। রোজ দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রাম-রেস্তরাঁটি খোলা থাকছে ভোজনরসিকদের জন্য।
ট্রামের আদলে বা এর বগিতেই তৈরি এই রেস্তরাঁটির সঙ্গেই আরও দু’ধরনের বসার জায়গা রয়েছে। এর একটি ওপেন এয়ার, অপরটি কাচে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত।
দ্রুত বদলে যাওয়া কলকাতার ঐতিহ্যের ট্রাম আর প্রিয় একাধিক স্ট্রিট ফুডের সম্ভারে এই প্রজন্মের ভোজনরসিকদের কাছে টানছে অভিনব এই ট্রাম-রেস্তরাঁটি। থিম রেস্তরাঁটি পছন্দও হচ্ছে সকলের।