Advertisement

কলকাতা

Garden Reach Building Collapse: তাসের ঘরের মতো ভাঙল বহুতল, গার্ডেনরিচ যেন 'ধ্বংসস্তূপ', সেই সব PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2024,
  • Updated 12:51 PM IST
  • 1/10

রবিবার তখন মধ্যরাত। আচমকা বিকট শব্দে ঘুম ভাঙল গার্ডেনরিচের ১৩৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের। 

  • 2/10

কেউ ভাবলেন ভূমিকম্প হয়েছে। কেউ ধড়ফড় করে বিছানা থেকে উঠে আঁতকে উঠলেন। দেখলেন, নির্মীয়মাণ বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। চারদিকে কান্নার রোল। 
 

  • 3/10

রবিবার রাত ১২টা নাগাদ ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ওই বহুতল লাগোয়া ছিল ঝুপড়ি। বহুতল ভেঙে পড়ায় গুঁড়িয়ে যায় টালির চালের বাড়িগুলি। 
 

  • 4/10

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
 

  • 5/10

গভীর রাত থেকে চলছে উদ্ধারকাজ। উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।
 

  • 6/10

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র তথা এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু। 
 

  • 7/10

ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক'দিন আগেই বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। কপালে ব্যান্ডেজ পরা অবস্থাতেই ঘটানস্থলে যান তিনি। 
 

  • 8/10

বহুতলটি বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল বলে মেনে নিয়েছেন ফিরহাদ। ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 
 

  • 9/10

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রোমোটারকে। কলকাতা পুরসভার নির্মাণ দফতরের দুই ইঞ্জিনিয়রকে শোকজ করা হয়েছে। 

  • 10/10

গার্ডেনরিচকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
Advertisement