Advertisement

কলকাতা

kolkata Weather : বজ্রগর্ভ মেঘ, কলকাতায় কালবৈশাখী-তুমুল বৃষ্টি! আবহাওয়ার বড় আপডেট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2024,
  • Updated 12:08 PM IST
  • 1/10

আবহাওয়া নিয়ে বড় আপডেট। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। 

  • 2/10


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলিতে সকালের দিকে রৌদ্র থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করতে পারে। আকাশ কালো হবে ক্রমশ।

  • 3/10

বেলা যত বাড়বে ততই বাড়তে থাকবে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলার বৃষ্টিতে ভিজতে পারে শহর। বৃষ্টির সঙ্গে জেলাগুলির কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • 4/10

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। একইসঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে

  • 5/10


আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।

  • 6/10

অবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৩ মার্চ থেকে উত্তরবঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টি। এই সময় নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করবে। 

  • 7/10

নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। ফলে ওখানে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এমনকি ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 8/10

আবার আগামী দু'দিন দক্ষিণবঙ্গেও ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কম থাকবে। 

  • 9/10

তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

  • 10/10

এমনি্তেই ২০ মার্চ পর্যন্ত কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। গত শনিবারই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। গত দু’দিন ধরে মেঘলা আকাশ থাকবে। 

Advertisement
Advertisement