সাইক্লোন সিতরাংয়ের অভিমুখ ঘুরেছে। তবে কাটেনি ফাঁড়া। এই রাজ্যের একাধিক জেলায় এর প্রভাব পড়তে চলেছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ তারিখ মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ কোস্ট ক্রশ করবে। তার প্রভাব ভালো পড়বে সেই দেশে।
তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যে আছড়ে পড়বে এই প্রবল ঘূর্ণিঝড়। সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। এর পর উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।
প্রভাব পড়বে আমাদের রাজ্যেও। কেমন প্রভাব? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ ও ২৫ তারিখ আমাদের রাজ্যে বৃষ্টি। ২৪ তারিখ দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবার দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ২৫ তারিখ ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও নদিয়াতে। ২৪ ও ২৫ তারিখ মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে।
রয়েছে ঝড়ের পূর্বাভাসও। ২৪ তারিখ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই ২৪ পরগনা জেলাতে। পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে।
আবার ২৫ তারিখ ঝোড়ো হাওয়া দুই ২৪ পরগনাতে বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া থাকবে।
২৫ তারিখ দুই ২৪ পরগনাতে সবথেকে বেশি ১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুরে ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
এছাড়াও ওইদিন কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে।
আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, সুন্দরবন, সাগর, মন্দারমনি, সাগর,বকখালি ইত্যাদিতে জল জমার সম্ভাবনা থাকছে।
এছাড়াও বিভিন্ন জেলায় বৃষ্টির জেরে জল জমতে পারে। এছাড়াও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে।